এবার BSNL-এর সস্তার প্ল্যানের সঙ্গেও পেয়ে যান Amazon Prime মেম্বারশিপ

Last Updated:
এবার BSNL-ও নিজের গ্রাহকদের অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানিয়েছে
1/6
প্রাইভেট টেলিকম অপারেটরঅ্যা সবসময় ডিজিটাল স্ট্রিমিং সার্ভিস যেমন অ্যামাজন প্রাইম, Zee5, হটস্টার, নেটফ্লিক্স-এর সঙ্গে হাত মিলিয়ে থাকে যাতে গ্রাহকদের এদের ফ্রি সার্ভিস দিতে পারে। এয়ারটেলের পোস্টপেড আর ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে অ্যামাজন আর Zee5-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে থাকে গ্রাহকরা। সেখানে ভোডাফোনও নিজের পোস্টপেড গেহাকদের একইরকম অফার দিয়ে থাকে।
প্রাইভেট টেলিকম অপারেটরঅ্যা সবসময় ডিজিটাল স্ট্রিমিং সার্ভিস যেমন অ্যামাজন প্রাইম, Zee5, হটস্টার, নেটফ্লিক্স-এর সঙ্গে হাত মিলিয়ে থাকে যাতে গ্রাহকদের এদের ফ্রি সার্ভিস দিতে পারে। এয়ারটেলের পোস্টপেড আর ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে অ্যামাজন আর Zee5-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে থাকে গ্রাহকরা। সেখানে ভোডাফোনও নিজের পোস্টপেড গেহাকদের একইরকম অফার দিয়ে থাকে।
advertisement
2/6
এবার BSNL-ও নিজের গ্রাহকদের অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানিয়েছে। BSNL জানিয়েছে যে ৩৯৯ টাকার উপরের সব প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবে ৯৯৯ টাকার অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
এবার BSNL-ও নিজের গ্রাহকদের অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানিয়েছে। BSNL জানিয়েছে যে ৩৯৯ টাকার উপরের সব প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবে ৯৯৯ টাকার অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
3/6
কোম্পানি এটাও জানিয়েছে যে প্রাইমের সাবস্ক্রিপশন শুধুমাত্র বার্ষিক ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে, যার দাম ৩৯৯ টাকার বেশি হতে হবে।
কোম্পানি এটাও জানিয়েছে যে প্রাইমের সাবস্ক্রিপশন শুধুমাত্র বার্ষিক ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে, যার দাম ৩৯৯ টাকার বেশি হতে হবে।
advertisement
4/6
যেই পোস্টপেড প্ল্যানের সঙ্গে আপনি এই সুবিধা পাবেন সেই প্ল্যানগুলি হল ৩৯৯ টাকা, ৪০১ টাকা, ৪৯৯ টাকা, ৫২৫ টাকা, ৭২৫ টাকা, ৭৯৮ টাকা, ৭৯৯ টাকা, ১১২৫ টাকা আর ১৫২৫ টাকা।
যেই পোস্টপেড প্ল্যানের সঙ্গে আপনি এই সুবিধা পাবেন সেই প্ল্যানগুলি হল ৩৯৯ টাকা, ৪০১ টাকা, ৪৯৯ টাকা, ৫২৫ টাকা, ৭২৫ টাকা, ৭৯৮ টাকা, ৭৯৯ টাকা, ১১২৫ টাকা আর ১৫২৫ টাকা।
advertisement
5/6
এছাড়াও গ্রাহকদের কাছে রয়েছে অ্যাডভানস রেন্টাল অপশনও। কিছু সময় আগেই বিএসএনএল এই অ্যাডভানস রেন্টাল অপশন চালু করেছে। এই অপশনে গ্রহাকদের আগে থেকে ১১ মাসের জান্য একটি প্ল্যান বেছে নিতে হবে আর এর বদলে কোম্পানি গ্রাহকদের ১২ মাসের সার্ভিস দেবে।
এছাড়াও গ্রাহকদের কাছে রয়েছে অ্যাডভানস রেন্টাল অপশনও। কিছু সময় আগেই বিএসএনএল এই অ্যাডভানস রেন্টাল অপশন চালু করেছে। এই অপশনে গ্রহাকদের আগে থেকে ১১ মাসের জান্য একটি প্ল্যান বেছে নিতে হবে আর এর বদলে কোম্পানি গ্রাহকদের ১২ মাসের সার্ভিস দেবে।
advertisement
6/6
এখনে যদি কোনও গ্রাহক ২১ মাসের জন্য কোনও প্ল্যান বেছে নেয় তাহলে কোম্পানি তাঁকে ২৪ মাসের সার্ভিস দেবে। অ্যাডভানস রেন্টাল অপশনের পোস্টপেড প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবে ২ বছরের জন্ত অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
এখনে যদি কোনও গ্রাহক ২১ মাসের জন্য কোনও প্ল্যান বেছে নেয় তাহলে কোম্পানি তাঁকে ২৪ মাসের সার্ভিস দেবে। অ্যাডভানস রেন্টাল অপশনের পোস্টপেড প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবে ২ বছরের জন্ত অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
advertisement
advertisement