BSNL Cheapest Recharge Plan: ২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান BSNL-এর! প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং- সহ একগুচ্ছ সুবিধা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
BSNL নিয়ে এসেছে ১৯৯ টাকার নতুন প্ল্যান: ২৮ দিনের জন্য প্রতিদিন ২জিবি ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা।
রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL তাদের গ্রাহকদের একটি উল্লেখযোগ্য উপহার নিয়ে এসেছে। ১৯৯ টাকা মূল্যের এই নতুন প্ল্যানটি বিশেষভাবে তাঁদের জন্য উপযোগী হবে, যাঁরা কম খরচে ডেটা এবং কলিংয়ের সম্পূর্ণ সুবিধা পেতে চান। এই প্ল্যানটি ২৮ দিনের মেয়াদের সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা দিচ্ছে। এক মাসের জন্য একটি দুর্দান্ত বিকল্প বলাই যায়! তবে, দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে গতি ৪০ কেবিপিএসে নেমে আসবে, যা শুধুমাত্র বেসিক ব্রাউজিংয়ের জন্য যথেষ্ট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তাছাড়া বাজারের অন্য টেলিকম উদ্যোক্তাদের গোল দিতে বিএসএনএল কোনও কসুরই বাকি রাখছে না। ফ্রিডম প্ল্যান তো রীতিমতো প্রতিযোগীর মনে ভয় আর গ্রাহকদের মনে উল্লাস জাগিয়ে তুলেছে। এই প্ল্যানে আসলে মাত্র ১ টাকার টোকেন মূল্যে নতুন গ্রাহকরা ৩০ দিনের জন্য ৪জি মোবাইল পরিষেবা পাচ্ছেন। এতে ইউজার আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি হাই-স্পিড ৪জি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এর পাশাপাশি নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে একটি ৪জি সিম কার্ডও দেওয়া হবে। এটিই এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল অফার।