গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিএসএনএল (BSNL)। এবার ১৫০০জিবি-র ফাইবার-টু-হোম (FTTH) প্লানের সুবিধা ওঠাতে পাড়বে আরও শহরের গ্রাহকরা। শুরুতে এই প্ল্যানের সুবিধা পাচ্ছিল শুধুমাত্র তেলেঙ্গানা আর চেন্নাই-এর গ্রাহকরা। এবার তামিলনাড়ুর গ্রাহকরাও এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পাড়বেন।
একই সঙ্গে ৯৯ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচারটিকে নতুন করে সাজিয়েছে। এবার এই ভাউচারের মধ্যে গ্রাহকরা ২২ দিনের জন্য ফ্রি তে পার্সোনাল রিং ব্যাক টোন (PRBT) সার্ভিস দেওয়া হচ্ছে। এই সার্ভিসের জন্য কোম্পানি প্রত্যেক মাসে ৩০ টাকা করে নিয়ে থাকে আর সেই সঙ্গে প্রত্যেকটি গান পিছু ১২ টাকা আলাদা করে নিয়ে থাকে।