সাবধান ! নকল মোবাইল চার্জার ব্যবহার করছেন? ঘটতে পারে এই বিপদ !
Last Updated:
চার্জার লাগানোর সঙ্গে সঙ্গেই হ্যাকার ফোনের স্ক্রিন কিছু খনের জন্য লক করে দেয়
আপনি কি iPhone ইউজার আর নতুন চার্জিং কেবেল কিনে ব্যবহার করার কথা ভাবছেন? সাবধান! এই কারনে হয়ে যেতে অয়ারে আপনার ফোন হ্যাক।
advertisement
এমজি নামের একজন হ্যাকার জানয়েছে যে iPhone চার্জিং কেবেলের সাহায্যে আপনার ফোন ডেটা চুর হয়ে পারে। মাদারবোর্ডের রিপোর্ট অনুযায়ি চার্জিং কেবেলেকে মডিফাই করে তৈরি করা হয়।
advertisement
এই কেবেল আর ওরিজিনাল iPhone চার্জিং কেবেল দেখতে একদম একরকম, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ডেটা চুরি হতে পারে। আপনি যেই চার্জিং-এর জন্য এই কেবেলটি লাগবেন, তখনই আপনার আসে পাসে থাকা কোনও হ্যাকার ফোনে একটি ম্যালিসিয়াস কোড পাঠিয়ে দেবে আর ফোনের রিমোট অ্যাকসেস পেয়ে যাবে।
advertisement
রিপোর্ট অনুযায়ি এই স্পেসিফিক লাইটনিং কেবেল ক্রস প্ল্যাটফর্ম প্যালোডেআক্রমণ করে। শুধুতাই নয়, দূরে বসে হ্যাকার ফোনের সব ছেরখানির সব প্রমাণ সরিয়ে দিতে পারে যাতে পড়ে আবার সেই ডিভাইস থেকে চুরি করতে পারে।
advertisement
চার্জার লাগানোর সঙ্গে সঙ্গেই হ্যাকার ফোনের স্ক্রিন কিছু খনের জন্য লক করে দেয়, যাতে ইউজার বারবার আনলক করার চেষ্টা করে আর সেই সময়ে হ্যাকার সব ডেটা চুরি করে নেয়।
advertisement