Microwave Tips: রান্নাঘরের এই জায়গাগুলিতে মাইক্রোওয়েভ রেখেছেন? বড় বিপদ এড়াতে এখুনি সরান, নাহলে....
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Microwave Tips: ঘরের কিছু জায়গায় মাইক্রোওয়েভ রাখা বিপজ্জনক হতে পারে। কোথায় রাখবেন না আর কীভাবে রাখলে ডিভাইস থাকবে নিরাপদ, জেনে নিন বিস্তারিত।
আজকালকার মধ্যবিত্ত পরিবারগুলিতে মাইক্রোওয়েভ এখন প্রয়োজনীয় যন্ত্র হয়ে উঠেছে। খুব সহজেই ঠান্ডা অথবা বাসি খাবার গরম করে নেওয়া যায় এই মাইক্রোওয়েভে। শুধু তা-ই নয়, চটজলদি রান্নার জন্যও দারুণ উপযোগী এটি। কিন্তু অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো মাইক্রোওয়েভেরও বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মাইক্রোওয়েভ কোথায় রাখা উচিত। আর কোথায় রাখলেই বা সেটা বিপদ ডেকে আনতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
ফ্রিজ অথবা ভারী ইলেকট্রনিক ডিভাইসের উপর মাইক্রোওয়েভ: অনেকে রান্নাঘরের জায়গা বাঁচানোর জন্য ফ্রিজ অথবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের উপর মাইক্রোওয়েভটি রেখে দেন। কিন্তু এটা পুরোপুরি ভুল। কারণ এই ডিভাইসগুলি ভাইব্রেশন এবং তাপ উৎপাদন করে। যা মাইক্রোওয়েভের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। ফলে সময়ের আগেই নষ্ট হয়ে যেতে পারে এই ডিভাইসগুলি।
advertisement
রান্নাঘরের ক্যাবিনেটে মাইক্রোওয়েভ: অনেকে রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে রেখে দেন মাইক্রোওয়েভ। ফলে সেখানে প্রয়োজনীয় ভেন্টিলেশন বা বায়ুচলাচল থাকে না। আর কাজ করার সময় গরম হাওয়া বার করে দেওয়ার জন্য মাইক্রোওয়েভের পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয়। বদ্ধ জায়গায় রাখা হলে তা অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভের আশপাশে ৫-৬ ইঞ্জি খালি জায়গা থাকা উচিত, যাতে এর থেকে হাওয়া চলাচল হতে পারে।
advertisement