কম বাজেটেও মন ভরাবে এই গাড়িটি; নিরাপত্তায় ফাইভ স্টার রেটিং আপনার যাত্রাকে করবে সুরক্ষিত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Best Car Under 7 Lakh: মানুষ এখন গাড়ি কেনার জন্য ৬-৭ লক্ষ টাকা বিনিয়োগ করতে প্রস্তুত। কিন্তু তার আগে তাঁরা দেখে নিতে চান সেই গাড়ির বিল্ড কোয়ালিটি কেমন ৷ কেমন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ফিচার।
advertisement
advertisement
advertisement
advertisement
অথচ, বাজারে এমন কিছু গাড়ি বিক্রি হচ্ছে, যা একই দামে Baleno-র থেকে আরও বেশি নিরাপত্তা এবং ভাল বিল্ড কোয়ালিটি দিতে পারে। Baleno-র প্রতিযোগী হিসেবে উঠে আসতে পারে Hyundai i20 এবং Tata Altroz-এর নাম। তিনটি গাড়ি প্রায় একই দামে বিক্রি হয়। তবে সেরা ক্র্যাশ টেস্ট রেটিং Tata Altroz-এর। এর দাম ৬.৬১ লক্ষ থেকে ৯.৮৮ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম)।
advertisement
শুধু ডিজাইন নয়, নিরাপত্তা ফিচারেও Altroz কোনও অংশে কম যায় না। সেগমেন্টের সবচেয়ে নিরাপদ গাড়ি বলা যেতে পারে এটিকে। Tata Altroz ভারতীয় বাজারে বিক্রি হওয়া একমাত্র হ্যাচব্যাক যার ফাইভ-স্টার গ্লোবাল NCAP নিরাপত্তা রেটিং রয়েছে। প্রাপ্তবয়স্কদের নিরাপত্তায় Altroz-কে ফাইভ-স্টার এবং শিশুদের নিরাপত্তায় থ্রি-স্টার রেট দেওয়া হয়েছে। Hyundai i20-কে ক্র্যাশ টেস্টে থ্রি-স্টার দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এছাড়া, Altroz-এ তিনটি ইঞ্জিন বিকল্প পাওয়া যায়। প্রথমটি ১.২-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, দ্বিতীয়টি ১.২-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন এবং তৃতীয়টি ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন। ৯০ bhp পাওয়ার এবং ২০০ Nm-এর সর্বোচ্চ টর্ক-সহ ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স বিকল্প পাওয়া যায়। পেট্রোলে প্রতি লিটারে ১৯.৩৩ কিলোমিটার মাইলেজ দেয়। আবার এক কিলোগ্রাম সিএনজিতে এই গাড়িটি ২৬.২ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।