Best AC Deal: অর্ধেক দামে পাওয়া যাচ্ছে ব্র‍্যান্ডেড এসি! ৬ টি মোডে কাজ করে, ১০ বছরের ওয়ারেন্টিও রয়েছে

Last Updated:
গ্রাহকদের জন্য সুখবর। গ্রাহকদের লাভের কথা মাথায় রেখে অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড়! অনলাইন জায়ান্ট প্ল্যাটফর্ম অ্যামাজনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স দ্রব্যের উপর বিশাল অঙ্কের ছাড় দেওয়া হয়েছে।
1/7
গ্রাহকদের জন্য সুখবর। গ্রাহকদের লাভের কথা মাথায় রেখে অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড়! অনলাইন জায়ান্ট প্ল্যাটফর্ম অ্যামাজনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স দ্রব্যের উপর বিশাল অঙ্কের ছাড় দেওয়া হয়েছে।
গ্রাহকদের জন্য সুখবর। গ্রাহকদের লাভের কথা মাথায় রেখে অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড়! অনলাইন জায়ান্ট প্ল্যাটফর্ম অ্যামাজনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স দ্রব্যের উপর বিশাল অঙ্কের ছাড় দেওয়া হয়েছে।
advertisement
2/7
যাঁরা নিজেদের বাড়িতে কোনও নতুন ইলেক্ট্রনিক্স পণ্য আনতে চান কিংবা পুরনো কোনও জিনিস দিয়ে নতুন পণ্য বদল করতে চান, তাঁরা এই সুযোগকে কাজে লাগাতে পারেন। অতি সম্প্রতি অ্যামাজনে অর্ধেকেরও কম দামে মিলছে এলজি কোম্পানির ১.৫ টন ৩ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC)।(Image- Amazon)
যাঁরা নিজেদের বাড়িতে কোনও নতুন ইলেক্ট্রনিক্স পণ্য আনতে চান কিংবা পুরনো কোনও জিনিস দিয়ে নতুন পণ্য বদল করতে চান, তাঁরা এই সুযোগকে কাজে লাগাতে পারেন। অতি সম্প্রতি অ্যামাজনে অর্ধেকেরও কম দামে মিলছে এলজি কোম্পানির ১.৫ টন ৩ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC)।(Image- Amazon)
advertisement
3/7
এছাড়াও এখানে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে গ্রাহকদের। অত্যন্ত সীমিত সময়ের জন্য অ্যামাজন এই অফারটি ঘোষণা করেছে। LG-র এই স্প্লিট এসি বর্তমানে অ্যামাজনে ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে মাত্র ৩৭ হাজার ৪৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।(Image- Amazon)
এছাড়াও এখানে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে গ্রাহকদের। অত্যন্ত সীমিত সময়ের জন্য অ্যামাজন এই অফারটি ঘোষণা করেছে। LG-র এই স্প্লিট এসি বর্তমানে অ্যামাজনে ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে মাত্র ৩৭ হাজার ৪৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।(Image- Amazon)
advertisement
4/7
এখানে এই এসি-র উপরে ৫৩ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও ১,৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন।(Image- Amazon)
এখানে এই এসি-র উপরে ৫৩ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও ১,৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন।(Image- Amazon)
advertisement
5/7
এছাড়াও অ্যামাজন গ্রাহকদের আরও সুবিধা এবং কম মূল্যের জিনিস ক্রয় করতে ১ হাজার টাকার কুপনের অফারও দিচ্ছে। গ্রাহকরা নিজেদের পুরানো মডেল এক্সচেঞ্জ করে ৫ হাজার ২৪০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। অ্যামাজনে গ্রাহকদের জন্য নো-কস্ট ইএমআই-এর বিকল্পও দেওয়া হচ্ছে।(Image- Amazon)
এছাড়াও অ্যামাজন গ্রাহকদের আরও সুবিধা এবং কম মূল্যের জিনিস ক্রয় করতে ১ হাজার টাকার কুপনের অফারও দিচ্ছে। গ্রাহকরা নিজেদের পুরানো মডেল এক্সচেঞ্জ করে ৫ হাজার ২৪০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। অ্যামাজনে গ্রাহকদের জন্য নো-কস্ট ইএমআই-এর বিকল্পও দেওয়া হচ্ছে।(Image- Amazon)
advertisement
6/7
এসির ফিচার সম্পর্কে বলতে গেলে এটি একটি থ্রি স্টার রেটিংযুক্ত ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি। সবথেকে বড় কথা হল, এই এসি-র দু’দিকেই কুলিং ফিচার রয়েছে। এছাড়াও এখানে অ্যান্টি-ভাইরাস প্রোটেকশনের পাশাপাশি এইচডি ফিল্টারও দেওয়া হয়েছে।(Image- Amazon)
এসির ফিচার সম্পর্কে বলতে গেলে এটি একটি থ্রি স্টার রেটিংযুক্ত ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি। সবথেকে বড় কথা হল, এই এসি-র দু’দিকেই কুলিং ফিচার রয়েছে। এছাড়াও এখানে অ্যান্টি-ভাইরাস প্রোটেকশনের পাশাপাশি এইচডি ফিল্টারও দেওয়া হয়েছে।(Image- Amazon)
advertisement
7/7
আবার এই এসি ১৫১ থেকে ১৮০ বর্গ ফুটের ঘরের জন্য যথেষ্ট। এছাড়া এতে ১২০ভি-২৯০ভি ভোল্টেজ রেঞ্জে স্টেবিলাইজার ফ্রি অপারেশনও রয়েছে। এই এসি-তে বিশেষ ভাবে ৬টি মোড দেওয়া হয়েছে। যা বিভিন্ন পাওয়ার মেনে কাজ করে। এছাড়াও এতে একটি এআই মোডও রয়েছে।(Image- Amazon)
আবার এই এসি ১৫১ থেকে ১৮০ বর্গ ফুটের ঘরের জন্য যথেষ্ট। এছাড়া এতে ১২০ভি-২৯০ভি ভোল্টেজ রেঞ্জে স্টেবিলাইজার ফ্রি অপারেশনও রয়েছে। এই এসি-তে বিশেষ ভাবে ৬টি মোড দেওয়া হয়েছে। যা বিভিন্ন পাওয়ার মেনে কাজ করে। এছাড়াও এতে একটি এআই মোডও রয়েছে।(Image- Amazon)
advertisement
advertisement
advertisement