5G ফোন কিনবেন ভাবছেন? এক নজরে দেখে নিন সেরা মডেলগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই বাজারে একাধিক ফোন রয়েছে যা 5G সাপোর্ট করে, জেনে নিন সেরা ১০টি ফোন সম্পর্কে
দেশের বাজারে 5G কানেক্টিভিটি এখনও উপলব্ধ নয়। তবে ইতিমধ্যেই একাধিক ফোনপ্রস্তুতকারী সংস্থা 5G সাপোর্ট করে এমন ফোন নিয়ে হাজির হয়েছে। হয় তো বছর দু'য়েকের মধ্যেই এই পরিষেবা উপলব্ধ হবে, কিন্তু এখন থেকেই একাধিক স্মার্ট ফিচারসহ 5G ফোন নিয়ে এসেছে Apple, Samsung, OnePlus-এর মতো সংস্থাগুলি। আপনি যদি 5G ফোন কিনতে চান, তা হলে একবার এই মডেলগুলি দেখে নিন।
advertisement
প্রথমেই আসা যাক OnePlus 8 সিরিজে। এই সিরিজে রয়েছে vanilla OnePlus 8, OnePlus 8T ও OnePlus 8 Pro। এ ক্ষেত্রে OnePlus 8 ও 8T ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। অন্য দিকে OnePlus 8 Pro-তে থাকছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। দেশের বাজারে vanilla OnePlus 8 ফোনের দাম ৪১,৯৯৯ টাকা এবং OnePlus 8T ফোনের দাম ৪২,৯৯৯ টাকা। এ ক্ষেত্রে Pro মডেলের দাম ৫৪,৯৯৯ টাকা।
advertisement
advertisement
advertisement
iPhone 12 সিরিজের iPhone 12 mini, vanilla iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max ফোন। 5G সাপোর্টের পাশাপাশি ফোনে থাকেছে A14 Bionic SoC। মডেল অনুযায়ী ফোনগুলির স্ক্রিন সাইজেও ভিন্নতা রয়েছে। এ ক্ষেত্রে ৬৪ GB iPhone 12 mini ফোনের দাম ৬৯,৯০০ টাকা। ১২৮ GB iPhone 12 Pro Max-এর দাম হচ্ছে ১,৩৯,৯০০ টাকা। Apple-এর ওয়েবসাইটে দেখে নিন বিস্তারিত।
advertisement
advertisement
advertisement
5G কানেকশনের সঙ্গে দেশের বাজারে হাজির Vivo X50 Pro। ফোনে থাকছে ৬.৫৬ ইঞ্চি ফুল HD+ 3D কার্ভড আলট্রা O AMOLED ডিসপ্লে। রয়েছে Qualcomm Snapdragon 765G SoC। ফোনের ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। ৪,৩১৫ mAh ব্যাটারি থাকছে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবস্থাও। দেশে ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ অপশনে এই Vivo X50 Pro ফোনের দাম ৪৯,৯৯০ টাকা।
advertisement
১২GB + ২৫৬GB স্টোরেজ অপশনে Motorola Edge+ ফোনের দাম ৬৪,৯৯৯ টাকা। ফোনে রয়েছে Qualcomm Snapdragon 865 SoC। ৬.৭ ইঞ্চি ফুল HD+ OLED ডিসপ্লে থাকছে ফোনে। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা আপনার নজর কাড়বে। এই সবের পাশাপাশি ফোনে থাকছে ৫০০০ mAh ব্যাটারি, ১৮ W ফাস্ট চার্জিং ও ১৫ w ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।
advertisement
দেশে Samsung Galaxy Z Fold 2 ফোনের দাম ১,৪৯,৯৯৯ টাকা। ফোনে থাকছে ৭.৬ ইঞ্চি ফুল HD+ ফোল্ডেবল ডিসপ্লে। এই AMOLED ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০Hz। সেকেন্ডারি ডিসপ্লের সাইজ হল ৬.২ ইঞ্চি। রেজোলিউশন ৮১৬ x ২,২৬০ পিক্সেল। ফোনে থাকছে Snapdragon 865+ SoC ও ১২ GB ব়্যাম। এর ট্রিপল রেয়ার ক্যামেরা, 5G কানেকশন ও ৪,৫০০ mAh ব্যাটারি সেটআপ মন্দ নয়।
advertisement
Realme X50 Pro। ভারতে Realme-র প্রথম 5G স্মার্টফোন এটি। ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চি ফুল HD+ হোল পাঞ্চ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ Hz। এর পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। রয়েছে Wi-Fi 6 কানেক্টিভিটি। ব্যাটারি ব্যাকআপ মন্দ নয়। ফোনে থাকছে ৪,২০০ mAh ব্যাটারি। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ৬GB + ১২৮GB স্টোরেজ অপশনে ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।