WhatsApp, Telegram, Signal! এক ছাদের তলায় একাধিক অ্যাপ, বাজারে এল নতুন অ্যাপ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হোয়াটসঅ্যাপের (WhatsApp) প্রাইভেসি পলিসিতে পরিবর্তন ঘোষণার পর থেকে অনেকেই নতুন নতুন ম্যাসেজিং অ্যাপে চলে গিয়েছেন। অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারও কমিয়ে দিয়েছেন। অনেক নতুন অ্যাপের নাম এই ক'দিনে শোনা গিয়েছে। এবার সেই পথ ধরেই বাজারে এল Beeper অ্যাপ। এটি যদিও কোনও মেসেজিং অ্যাপ নয়, তবে, অনেকগুলো মেসেজিং অ্যাপকে এক ছাদের তলায় আনা এর কাজ।
advertisement
advertisement
advertisement
এর আগেও Beeper ছিল। কিন্তু তার নাম ছিল NovaChat। যা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, iOS ও অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যেত। বর্তমানে Beeper-এ WhatsApp, Telegram, Signal, Slack, Messenger, SMS, Discord, Skype, IRC, Twitter DMs, Apple iMessage ও Google Hangouts-এর মতো অ্যাপ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি অ্যাপের মেসেজ Beeper-এর মধ্যেই আসবে এবং সেখান থেকে রিপ্লাই করা যাবে।
advertisement
advertisement
এদিকে, প্রাইভেসি পলিসির দিক থেকে দেখতে গেলে অন্যান্য মেসেজিং অ্যাপগুলি এনক্রিপশনের কথা বললেও Beeper-এর তরফে এখনও কিছু বলা হয়নি। এই অ্যাপটির ওয়েবসাইটেও এ বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে, যেহেতু অ্যাপটি সবেমাত্র তৈরি হয়েছে এবং আগামীদিনে এতে একাধিক পরিবর্তন আসতে পারে, তাই হতে পারে এনক্রিপশনের বিষয়টিও উল্লেখ করা হবে।
advertisement