Pulsar 250: ছ'মাসে বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার, গোটা দেশের বাজার কাঁপাচ্ছে এই মোটরসাইকেল

Last Updated:
Bajaj Pulsar 250: মাত্র ৬ মাসে এত জনপ্রিয় এই মোটরসাইকেল! ভারতের বাজার কাঁপাচ্ছে এই মডেল।
1/6
পালসার। নামটাই যথেষ্ট। ভারতের বাজারে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল বললেও ভুল বলা হবে না হয়তো। পালসার-এর সঙ্গে ভারতীয় গ্রাহকদের পরিচিত অনেক বছরের।
পালসার। নামটাই যথেষ্ট। ভারতের বাজারে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল বললেও ভুল বলা হবে না হয়তো। পালসার-এর সঙ্গে ভারতীয় গ্রাহকদের পরিচিত অনেক বছরের।
advertisement
2/6
গত বছর অক্টোবরে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Pulsar 250. ৬ মাসের মধ্যে বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার। ১০ হাজার মানুষ এই মোটরসাইকেল কিনেছেন ইতিমধ্যে।
গত বছর অক্টোবরে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Pulsar 250. ৬ মাসের মধ্যে বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার। ১০ হাজার মানুষ এই মোটরসাইকেল কিনেছেন ইতিমধ্যে।
advertisement
3/6
Suzuki Gixxer 250, KTM 250 Duke, Yamaha FZ25-এর মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে প্রতিযোগিতা ছিল Pulsar 250-র। তবে বিক্রির ব্যাপারে সবাইকে পিছনে ফেলেছে বাজাজ-এর এই মডেল।
Suzuki Gixxer 250, KTM 250 Duke, Yamaha FZ25-এর মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে প্রতিযোগিতা ছিল Pulsar 250-র। তবে বিক্রির ব্যাপারে সবাইকে পিছনে ফেলেছে বাজাজ-এর এই মডেল।
advertisement
4/6
পালসার এন ২৫০ ও পালসার এফ ২৫০- এই দুটি মডেল লঞ্চ হয়েছিল। এত সস্তায় ২৫০ সিসি সেগমেন্টে আর কোনও সংস্থা এদেশে মোটরসাইকেল লঞ্চ করতে পারেনি।
পালসার এন ২৫০ ও পালসার এফ ২৫০- এই দুটি মডেল লঞ্চ হয়েছিল। এত সস্তায় ২৫০ সিসি সেগমেন্টে আর কোনও সংস্থা এদেশে মোটরসাইকেল লঞ্চ করতে পারেনি।
advertisement
5/6
২৪৯.০৭ সিসি ইঞ্জিন। ২১.৫ এনএম পিক টর্ক। ২৪.৫ পিএস পাওয়ার। স্লিপার ক্লাচ, এলইডি লাইট, গিয়ার ইন্ডিকেটর, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট রয়েছে এই মডেলে।
২৪৯.০৭ সিসি ইঞ্জিন। ২১.৫ এনএম পিক টর্ক। ২৪.৫ পিএস পাওয়ার। স্লিপার ক্লাচ, এলইডি লাইট, গিয়ার ইন্ডিকেটর, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট রয়েছে এই মডেলে।
advertisement
6/6
৬ মাসের মধ্যেই দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে এই মডেল। যদিও পালসারের সঙ্গে ভারতীয় গ্রাহকদের সম্পর্ক প্রায় ২ দশক ধরে চলছে।
৬ মাসের মধ্যেই দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে এই মডেল। যদিও পালসারের সঙ্গে ভারতীয় গ্রাহকদের সম্পর্ক প্রায় ২ দশক ধরে চলছে।
advertisement
advertisement
advertisement