Google-এ ভুলেও এই সার্চ করবেন না, সারা জীবন পস্তাতে হবে, হতে পারে জেলও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গুগল সার্চের সঙ্গে সাবধান, ভুলে এগুলি সার্চ করবেন না ৷
ছোট থেকে বড় এখন সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকেন ৷ পড়াশোনা থেকে বিনোদন সব প্রশ্ন, সমস্যার উত্তর খোঁজার প্রথম জায়গা হচ্ছে Google ৷ তবে কখনও ভেবে দেখেছেন গুগলে আমাদের কী কী সার্চ করা উচিত নয় ৷ কারণ এর জন্য জেলও হতে পারে ৷ শুধু তাই নয়, সার্চিংয়ের সময় করা কয়েকটি ভুলে আপনাকে সারা জীবন পস্তাতে হতে পারে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
আজকাল বেশিরভাগ সংস্থা কাস্টোমার কেয়ারের সুবিধা দিয়ে থাকে ৷ অনেক সময়ই আমরা সংস্থার কাস্টোমার কেয়ার নম্বর ইন্টারনেট থেকে নিয়ে ফোন করে থাকি ৷ আর এর সুযোগই নিয়ে থাকে স্ক্যামাররা ৷ ইন্টারনেটে উপস্থিত SEO-র সাহায্যে একটি ফেক সাইট তৈরি করে ৷ এর জেরে ব্যবহারকারীদের সামনে নকল নম্বর সার্চিংয়ে চলে আসে ৷ এই নম্বরে ভুলে ফোন করলেই স্ক্যামাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পর্যন্ত হাতিয়ে নেয় ৷ খোয়াতে পারেন আপনার সমস্ত টাকা ৷
advertisement