করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমতে শুরু করেছে। দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমছে। এই করোনা পরিস্থিতিকে মাথায় রেখে দেশি এবং বিদেশি মদ হোম ডেলিভারি করার অনুমতি দিল দিল্লি সরকার। এবার বাড়িতে বসেই মোবাইল অ্যাপ বা অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে মদের অর্ডার দিতে পারবেন দিল্লিবাসীরা। ১১ জুন থেকে দিল্লি সরকার থেকে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা।
মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে অর্ডার দিলে, বাড়িতে বসেই পাবেন মদ। উল্লেখযোগ্য, ভারতে অনলাইনে মদ সরবরাহ সম্পর্কে এখনও কোনও পরিষ্কার তথ্য নেই। দিল্লি সরকার বা আবগারি দফতর এখনও কোনও অ্যাপ বা রেজিস্ট্রেশন শুরু করেনি। মদের হোম ডেলিভারির জন্য, কোথায় এবং কোন ওয়েবসাইটে বা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, সে সম্পর্কে দিল্লি সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। যদিও জানা গিয়েছে, ফোন কলের মাধ্যমে কোনও অর্ডার করা যাবে না। শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই অনলাইনে মদ অর্ডার করা যাবে।