Android Auto Reboot: টানা ৩ দিন আনলক না করা হলে নিজে নিজেই রিস্টার্ট হয়ে যাবে আপনার স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Android Auto Reboot: খুবই শীঘ্রই Android ডিভাইসের জন্য একটি নতুন ফিচার রোল-আউট করতে শুরু করবে। আর এই নয়া ফিচারের ফলে যদি টানা ৩ দিন বা ৭২ ঘণ্টা ফোন আনলক করা না হয়, তাহলে নিজে থেকেই রিস্টার্ট নিয়ে নেবে।
গত বছর iOS 18.1 লঞ্চ করেছিল Apple। সেই সময়ই সংস্থার তরফে একটি নয়া ফিচারও আনা হয়েছিল। যার নাম Inactivity Reboot। কিন্তু এই ফিচারের কাজ কী?টানা ৩ দিন ধরে iPhone সক্রিয় না থাকলে তা নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার iOS 18-এর প্লেবুক থেকে একটি পেজ নিয়েছে Google। আর খুবই শীঘ্রই তারা Android ডিভাইসের জন্য একটি নতুন ফিচার রোল-আউট করতে শুরু করবে। আর এই নয়া ফিচারের ফলে Android ডিভাইস যদি টানা ৩ দিন বা ৭২ ঘণ্টা আনলক করা না হয়, তাহলে ফোন নিজে থেকেই রিস্টার্ট নিয়ে নেবে।
advertisement
এই ডিভাইসকে আবার কখনও কখনও অটো-রিবুট ফিচার বলেও ডাকা হয়। ধরা যাক, কোনও ব্যবহারকারীর কাছে একাধিক ডিভাইস রয়েছে, নিরাপত্তার জন্য তিনি সব কটি ব্যবহার করছেন না। সেক্ষেত্রে অন্যরা যাতে সেই ব্যবহারকারীর ডিভাইস ব্যবহার করতে না পারেন, তার জন্য সাহায্য করে এই ফিচারটি। গত বছর এ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। আসলে এক আইন প্রণয়ণকারী আধিকারিক বলেন যে, হঠাৎ করেই তাঁরা সন্দেহভাজনদের স্মার্টফোনগুলি আনলক করতে ব্যর্থ হন, যা তাঁরা পঠনযোগ্য অবস্থায় উদ্ধার করেছিল।
advertisement
Security > Privacy সেকশনের আওতায় লিস্টেড রয়েছে এই ফিচার। ফলে Google Play Services (v25.14) রয়েছে, এমন লক্ষ লক্ষ Android ডিভাইসে খুব শীঘ্রই তা পাওয়া যাবে। যদিও Android Auto, TV এবং WearOS ব্যবহারকারীরা এই ফিচার পাবেন না। তবে Android পাওয়ার্ড ট্যাবলেটে এই ফিচার এসে যাওয়ার কথা। Google অবশ্য এখনও স্পষ্ট করে জানায়নি যে, সমস্ত সাপোর্টেড ডিভাইসে কবে থেকে অটো-রিবুট ফিচার রোল আউট করা হবে। কিন্তু মনে করা হচ্ছে যে, সাধারণ ভাবে এই নয়া ফিচার আসতে এক সপ্তাহ কিংবা ২ সপ্তাহ সময় লেগে যেতে পারে।
advertisement
advertisement
এদিকে Android এবং iPhone উভয়ই ব্যবহারকারীর ডেটা এনক্রিপ্টেড রাখে। ফোন যখন Before First Unlock (BFU) অবস্থায় থাকে, তখন তা সবথেকে নিরাপদ। এর ফলে ডেটা কপি অথবা অ্যাক্সেস করা বেশ কঠিন। এটা যদিও পুরোপুরি সমাধান নয়। কিন্তু এর মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসের অ্যাক্সেস পাওয়া হ্যাকার কিংবা সাইবার অপরাধীদের জন্য মুশকিল হয়ে পড়ে।