Smart TV: এত কম দামে ব্র্যান্ডেড স্মার্ট টিভি! অ্যামাজনে টিভি সেল, পাবেন ৬০ শতাংশ ছাড়, এখনই দেখে নিন তালিকা
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
গ্রাহকরা TCL, Sony, Redmi, Samsung এবং OnePlus-এর মতো বিভিন্ন জনপ্রিয় কোম্পানির মডেলগুলিতে আকর্ষণীয় অফার এবং ছাড়ের সুবিধা পাবেন।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে শুরু হয়ে গিয়েছে Amazon Blockbuster TV Days sale। এই সেল অ্যামাজনে ৮ জুন থেকে আগামী ১১ জুন পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে গ্রাহকরা TCL, Sony, Redmi, Samsung এবং OnePlus-এর মতো বিভিন্ন জনপ্রিয় কোম্পানির মডেলগুলিতে আকর্ষণীয় অফার এবং ছাড়ের সুবিধা পাবেন। এমন পরিস্থিতিতে, কেউ যদি একটি নতুন টিভি কেনার কথা ভানবে, তাহলে এখন বিবেচনা করে দেখা যেতে পারে।
advertisement
সেল চলাকালীন, অ্যামাজন জনপ্রিয় ব্র্যান্ডের টিভি মডেলগুলিতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। একই সঙ্গে HDFC এবং ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের অফারও দেওয়া হচ্ছে। HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে গ্রাহকরা ৫২৫০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পেতে পারেন৷ একই সঙ্গে, ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক এই সেলের সেরা অফার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement