করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে নিত্যনতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। আর এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নতুন একটি আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এল এয়ারটেল (Airtel)।
Airtel এবার তাঁদের এক্সট্রিম ফাইবার গ্রাহকদের ৫টি প্ল্যান অফার করবে। এরমধ্যে এয়ারটেলের ৪৯৯ টাকার আনলিমিটেড প্ল্যান নিয়ে এসেছে। এতে গ্রাহকরা ভিডিও এন্টারটেনমেন্ট অ্যাপের সাবস্ক্রিপশন আর হাই ডেফিনেশন সেট-টপ বক্সও পেয়ে যাবেন। অনান্য প্ল্যানগুলি হল ৭৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যান, ৯৯৯ টাকার এন্টারটেনমেন্ট প্ল্যান, ১,৪৯৯ টাকার আলট্রা প্ল্যান ও ৩,৫৯৯ টাকার ভিআইপি প্ল্যান।