Airtel: এসে গেল Airtel-র সবথেকে সস্তা প্ল্যান, ৩০ টাকার কমে ১.৫ জিবি ডেটা, ফ্রি কল
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
৩০ টাকারও কম দামে মিলছে ১.৫ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে
advertisement
এবার নিজেদের তালিকায় এক নতুন প্ল্যান সংযোজন করল Airtel। মাত্র ২৬ টাকা মূল্য এই প্ল্যানটির। এর আওতায় গ্রাহকরা পাবেন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা। আর নিজেদের Data Pack তালিকায় এই প্ল্যান যোগ করেছে সংশ্লিষ্ট সংস্থা। যদিও এই প্ল্যানের ভ্যালিডিটি নিয়ে অবশ্য একটু নিরাশ হতে পারেন গ্রাহকরা। কারণ এটির বৈধতা বা ভ্যালিডিটি মাত্র ১ দিন।
advertisement
advertisement
Airtel-এর ডেটা প্ল্যানের তালিকায় আরও একটি প্ল্যান আনা হয়েছে। যেটির মূল্য মাত্র ২২ টাকা। এই প্ল্যানে দেওয়া হচ্ছে ১ জিবি ডেটা। নতুন এবং বিদ্যমান প্ল্যানের সঙ্গে এর ভ্যালিডিটিও মাত্র ১ দিনই। এছাড়াও রয়েছে ৩৩ টাকা মূল্যের আরও একটি প্ল্যান। যার মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন ২ জিবি ডেটা। এর পরবর্তী প্ল্যানটির দাম আবার ৪৯ টাকা। যা থেকে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ডেটা।
advertisement