Airtel-এর ধামাকা অফার! এবার ৩০০ টাকার কম রিচার্জে পেয়ে যান ৫০ জিবি ডেটা

Last Updated:
২৫১ টাকা প্ল্যানে ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল।
1/5
এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। লকডাউন শেষ হলেও এখনই ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখনও বেশ কিছু অফিস কর্মীদের বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিচ্ছে। আর এর জন্য প্রয়োজন ডেটার, তাই সেই কথা মাথায় রেখে বেশ কিছু ডেটা বেনিফিট প্যাক নিয়ে এসেছে এয়ারটেল।
এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। লকডাউন শেষ হলেও এখনই ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখনও বেশ কিছু অফিস কর্মীদের বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিচ্ছে। আর এর জন্য প্রয়োজন ডেটার, তাই সেই কথা মাথায় রেখে বেশ কিছু ডেটা বেনিফিট প্যাক নিয়ে এসেছে এয়ারটেল।
advertisement
2/5
ডেটা বেনিফিট প্যাকগুলির মধ্যেই অন্যতম ২৫১ টাকা প্রিপেড প্ল্যান। ২৫১ টাকা প্ল্যানে ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। অন্য যে কোনও প্ল্যানের উপরে বুস্টার প্ল্যান হিসাবে কাজ করবে এই ২৫১ টাকার প্ল্যানটি।
ডেটা বেনিফিট প্যাকগুলির মধ্যেই অন্যতম ২৫১ টাকা প্রিপেড প্ল্যান। ২৫১ টাকা প্ল্যানে ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। অন্য যে কোনও প্ল্যানের উপরে বুস্টার প্ল্যান হিসাবে কাজ করবে এই ২৫১ টাকার প্ল্যানটি।
advertisement
3/5
এই প্ল্যানটির সঙ্গে কোনও ভয়েস কলিং বা এসএমএস -এর সুবিধা নেই। বেস প্ল্যানের কলিং সুবিধাই পাবে গ্রাহকরা। এই প্ল্যানের আলাদা কোনও মেয়াদ বা ভ্যালিডিটিও নেই। ফোনের বেস প্ল্যানের ভ্যালিডিটি যত দিন ততদিনই এই অ্যাড অন প্ল্যানের মেয়াদ। তাই আপনি যদি কম দামে বেশি ডেটা প্ল্যান চান তাহলে এটা ভাল অপশন।
এই প্ল্যানটির সঙ্গে কোনও ভয়েস কলিং বা এসএমএস -এর সুবিধা নেই। বেস প্ল্যানের কলিং সুবিধাই পাবে গ্রাহকরা। এই প্ল্যানের আলাদা কোনও মেয়াদ বা ভ্যালিডিটিও নেই। ফোনের বেস প্ল্যানের ভ্যালিডিটি যত দিন ততদিনই এই অ্যাড অন প্ল্যানের মেয়াদ। তাই আপনি যদি কম দামে বেশি ডেটা প্ল্যান চান তাহলে এটা ভাল অপশন।
advertisement
4/5
কিন্তু লঞ্চের পরেই ওয়েবসাইট থেকে এই প্ল্যান সরিয়ে নিয়েছিল এয়ারটেল। যদিও থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করা যাচ্ছিল। পরে ফের কোম্পানির অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটে এই রিচার্জ ফিরিয়ে এনেছে এয়ারটেল।
কিন্তু লঞ্চের পরেই ওয়েবসাইট থেকে এই প্ল্যান সরিয়ে নিয়েছিল এয়ারটেল। যদিও থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করা যাচ্ছিল। পরে ফের কোম্পানির অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটে এই রিচার্জ ফিরিয়ে এনেছে এয়ারটেল।
advertisement
5/5
এয়ারটেলের ৫৫৮ প্ল্যানের পেয়াজ ৫৬ দিনের। এই প্ল্যানে গ্রহাকরা প্রতিদিন ৩জিবি করে 4G ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে যাবে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবে এয়ারটেলের প্রিমিয়াম সার্ভিস যেমন Airtel Xstream।
এয়ারটেলের ৫৫৮ প্ল্যানের পেয়াজ ৫৬ দিনের। এই প্ল্যানে গ্রহাকরা প্রতিদিন ৩জিবি করে 4G ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে যাবে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবে এয়ারটেলের প্রিমিয়াম সার্ভিস যেমন Airtel Xstream।
advertisement
advertisement
advertisement