মাসে মাসে রিচার্জ করার 'হ্যাপা' থাকবে না, Airtel-এর এমন প্ল্যান অনেকে জানেন না!
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Airtel recharge plan- এমনিতে Airtel হল দেশের একটি অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা। যা গ্রাহকদের ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জে একাধিক রিচার্জ প্ল্যান প্রদান করে।
যাঁরা Airtel ব্যবহার করছেন, তাঁদের জন্য দারুণ সুখবর। বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা লং টার্ম বা দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি প্ল্যানের সন্ধান করছেন। এমনিতে Airtel হল দেশের একটি অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা। যা গ্রাহকদের ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জে একাধিক রিচার্জ প্ল্যান প্রদান করে। আজকের প্রতিবেদনে আমরা Airtel-এর একটি বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যানের বিষয়ে আলোচনা করে নেব।
advertisement
advertisement
Airtel-এর বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান:Airtel-এর পোর্টফোলিওতে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। ডেটা এবং ভ্যালিডিটির উপর ভিত্তি করে আলাদা আলাদা প্ল্যান এনেছে ওই সংস্থা। গ্রাহকরা নিজেদের বাজেট এবং প্রয়োজনীয়তা অনুযায়ী যে কোনও প্ল্যান রিচার্জ করতে পারেন। যে প্ল্যানটির বিষয়ে আমরা কথা বলছি, সেটির মূল্য ২২৪৯ টাকা। আসলে দীর্ঘমেয়াদি বা লং টার্ম ভ্যালিডিটি-সহ এটি একটি ভাল রিচার্জ প্ল্যান।
advertisement
এই রিচার্জ প্ল্যানের আওতায় কী কী পেয়ে যাবেন গ্রাহকরা?এই প্ল্যানের একগুচ্ছ উপযোগিতা রয়েছে। এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তাই তাঁদের এক বছরের জন্য আর রিচার্জ করতে হবে না। সেই সঙ্গে এই প্ল্যান আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা প্রদান করে। ফলে গোটা ভ্যালিডিটি পিরিয়ডে দেশের মধ্যে যে কোনও নম্বরে যত খুশি কল করতে চান, তা করতে পারবেন গ্রাহকরা।
advertisement
এখানেই শেষ নয়, এই প্ল্যানের অধীনে যে কোনও নম্বরে পাঠানোর জন্য মোট ৩৬০০টি এসএমএস-এর সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। এই প্ল্যানে রয়েছে আরও সুবিধা। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য গ্রাহকরা এই প্ল্যানের আওতায় পেয়ে যেতে চলেছেন ৩০ জিবি ডেটা। শুধু তা-ই নয়, গ্রাহকরা এই প্ল্যানের আওতায় পেয়ে যাচ্ছেন Apollo 24|7 Circle ফেসিলিটিও। সেটাও অবশ্য তিন মাসের জন্য। এছাড়া ব্যবহারকারীরা প্রতি মাসে বিনামূল্যে নিজেদের কলার টিউন সেট করতে পারবেন।
advertisement