বারবার জল ভরার ঝামেলা নেই, এসি-র মতো ঠান্ডা হয় ঘর, বাজারে হইচই ফেলে দিয়েছে এই কুলার!
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
এয়ার কুলারের কথা বললে নাক কুঁচকোন অনেকেই। কারণ এসির মতো স্যুইচ টিপলেই কুলার চলবে না। জল ভরতে হবে। এটাই সবচেয়ে বড় সমস্যা। বিদ্যুৎ খরচ হবে, সঙ্গে খাটুনিও। তাই অনেকেই এয়ার কুলার কিনতে রাজি হন না। কিন্তু যদি বলা হয়, এয়ার কুলারে বারবার জল ভরতে হবে না, তাহলে কেমন হবে?
advertisement
advertisement
জামশেদপুরের সাকচি মেন মার্কেটের মাই চয়েস শপের মালিক রাজেশ আগরওয়াল লোকাল 18-কে বলেন, সময় বদলাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পণ্য আসছে বাজারে। ডেজার্ট কুলার সেরকমই। এক নিমেষে ঘর ঠান্ডা করে দিতে পারে। দাম মাত্র ৬ হাজার টাকা থেকে শুরু। আকারে ছোট, কিন্তু কাজে এসি-র মতোই। সবচেয়ে বড় কথা হল, এতে বারবার জল ভরার দরকার নেই।
advertisement
৪০ ফুট পর্যন্ত ঠান্ডা হবে: হ্যাঁ, এটাই বিশেষত্ব। এই কুলারে বারবার জল ভরতে হয় না। কিন্তু ঘর ঠান্ডা হয় এসির মতো। জলের বদলে এতে দিতে হবে বরফের টুকরো। এসির চেয়েও বেশি ঠান্ডা হবে ঘর। সাধারণ কুলার ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত ঠান্ডা করতে পারে। এই কুলার ৪০ ফুট পর্যন্ত এলাকা ঠান্ডা করার ক্ষমতা রাখে। (Representative Image)
advertisement
দামও সস্তা: সব নামি ব্র্যান্ডই ডেজার্ট এয়ার কুলার তৈরি করে। বাজাজ, সিম্ফনি, ভোল্টাস, হিন্দওয়্যার, ওরিয়েন্ট, কেনস্টার- কে নেই। পছন্দ মতো কোম্পানি বেছে নিলেই হল। ৫৫ লিটার থেকে ১৩৫ লিটারের ট্যাঙ্ক। ফলে বারবার জল ভরার ঝামেলা নেই। একবার পুরো ট্যাঙ্ক ভর্তি করলে তিন থেকে চারদিন আরামসে চলবে। ৫৫ লিটার ট্যাঙ্কের এয়ার কুলারের দাম ৯ হাজার টাকা, ৬৫ লিটার ১০ হাজার টাকা, ৭৫ লিটার ১২ হাজার টাকা এবং ৯০ লিটার ১৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অফিস, দোকান বা বাড়িতে এই কুলার ব্যবহার করা যায়। (Representative Image)