জানেন কি মানবদেহের মতো এসি মেশিনেও থাকে 'হার্ট'? গুরুত্বপূর্ণ এই অংশ বিকল হলে ঘনিয়ে আসবে মহাবিপদ!
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC's Heart: আসলে বেশিরভাগ মানুষই জানেন না যে, আমাদের শরীরের মতোই এসি-র শরীরেও একটি হার্ট বা হৃদযন্ত্র রয়েছে। শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু এটাই সত্যি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এসি-র কম্প্রেসারের গুরুত্ব এতটা বেশি কেন? এসি বা শীতাতপ যন্ত্রের হার্ট হল কম্প্রেসার। আর এই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কম্প্রেসারের জন্যই এসি ঘর ঠান্ডা করতে পারে। স্প্লিট এসি-র ক্ষেত্রে আবার দুটি ইউনিট থাকে - একটি ইন্ডোর ইউনিট এবং অন্যটি আউটডোর ইউনিট। ইন্ডোর ইউনিটটি ঘরের মধ্যে থাকে আর আউটডোর ইউনিটটি বাইরে ইনস্টল করা থাকে। এদিকে স্প্লিট এসি-র কম্প্রেসার আউটডোর ইউনিটেই থাকে।
advertisement
advertisement
advertisement
কম্প্রেসার বিকল হয়েছে কি না তা বোঝার উপায়: আচমকা যদি এসি থেকে অদ্ভুত আওয়াজ বার হতে শুরু করে, তাহলে বুঝে নিতে হবে যে, এর কম্প্রেসার আর কাজ করছে না। শুধু তা-ই নয়, এসি-তে যদি ভাইব্রেশন হতে থাকে, তাহলেও বুঝে নিতে হবে যে, কম্প্রেসার বিকল হয়েছে। এমনটা হলে সবার আগে অভিজ্ঞ মেকানিক ডেকে এসি-র কম্প্রেসার সারাই করাতে হবে।