জানেন কি মানবদেহের মতো এসি মেশিনেও থাকে 'হার্ট'? গুরুত্বপূর্ণ এই অংশ বিকল হলে ঘনিয়ে আসবে মহাবিপদ!

Last Updated:
AC's Heart: আসলে বেশিরভাগ মানুষই জানেন না যে, আমাদের শরীরের মতোই এসি-র শরীরেও একটি হার্ট বা হৃদযন্ত্র রয়েছে। শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু এটাই সত্যি।
1/10
গ্রীষ্মের দাবদাহ আর তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পারে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ঠান্ডা আর মিষ্টি হাওয়া। সত্যি বলতে কী, এই সময় ঘেমেনেয়ে বাইরে থেকে ফিরে এসি-র হাওয়ায় দু-দণ্ড জিরিয়ে নিলে শরীর অনেকটাই তরতাজা হয়ে ওঠে।
গ্রীষ্মের দাবদাহ আর তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পারে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ঠান্ডা আর মিষ্টি হাওয়া। সত্যি বলতে কী, এই সময় ঘেমেনেয়ে বাইরে থেকে ফিরে এসি-র হাওয়ায় দু-দণ্ড জিরিয়ে নিলে শরীর অনেকটাই তরতাজা হয়ে ওঠে।
advertisement
2/10
যদিও আগে এসি এত ব্যাপক ভাবে ব্যবহার করা হত না। তবে আজকাল এসি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। কারণ গরমের দাপটও উত্তরোত্তর বেড়েই চলেছে। ফলে গ্রীষ্মের মরশুমে এসি কেনার হিড়িক পড়ে যায়।
যদিও আগে এসি এত ব্যাপক ভাবে ব্যবহার করা হত না। তবে আজকাল এসি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। কারণ গরমের দাপটও উত্তরোত্তর বেড়েই চলেছে। ফলে গ্রীষ্মের মরশুমে এসি কেনার হিড়িক পড়ে যায়।
advertisement
3/10
তবে বছরের পর বছর ধরে এসি ব্যবহার করার পরেও এসি-র বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা জানেনই না। আসলে বেশিরভাগ মানুষই জানেন না যে, আমাদের শরীরের মতোই এসি-র শরীরেও একটি হার্ট বা হৃদযন্ত্র রয়েছে। শুনে অনেকেই অবাক হতে পারেন।
তবে বছরের পর বছর ধরে এসি ব্যবহার করার পরেও এসি-র বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা জানেনই না। আসলে বেশিরভাগ মানুষই জানেন না যে, আমাদের শরীরের মতোই এসি-র শরীরেও একটি হার্ট বা হৃদযন্ত্র রয়েছে। শুনে অনেকেই অবাক হতে পারেন।
advertisement
4/10
কিন্তু এটাই সত্যি। আসলে এসি-তে থাকা প্রত্যেকটা অংশই অত্যন্ত জরুরি। কিন্তু কোন অংশটিকে এসি-র হার্ট বলা হয়, সেটা কি জানা আছে? না জানা থাকলে আজকের প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
কিন্তু এটাই সত্যি। আসলে এসি-তে থাকা প্রত্যেকটা অংশই অত্যন্ত জরুরি। কিন্তু কোন অংশটিকে এসি-র হার্ট বলা হয়, সেটা কি জানা আছে? না জানা থাকলে আজকের প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
5/10
বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এসি প্রস্তুতকারী সংস্থা TCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে, এসি-র হার্ট বা এসি-র হৃদযন্ত্র হল - এতে থাকা কম্প্রেসার। আসলে শুধু এসি নয়, সিলিং ফ্যান, ফ্রিজের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রীর জরুরি অংশ হল এই কম্প্রেসার।
বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এসি প্রস্তুতকারী সংস্থা TCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে, এসি-র হার্ট বা এসি-র হৃদযন্ত্র হল - এতে থাকা কম্প্রেসার। আসলে শুধু এসি নয়, সিলিং ফ্যান, ফ্রিজের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রীর জরুরি অংশ হল এই কম্প্রেসার।
advertisement
6/10
মানবদেহে হার্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়। ফলে মৃত্যু ঘনিয়ে আসে। ঠিক তেমন ভাবেই এসি-সহ এই সমস্ত যন্ত্রের কম্প্রেসার বিকল হয়ে কাজ করা বন্ধ করে দিলে তা খারাপ হয়ে যেতে পারে।
মানবদেহে হার্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়। ফলে মৃত্যু ঘনিয়ে আসে। ঠিক তেমন ভাবেই এসি-সহ এই সমস্ত যন্ত্রের কম্প্রেসার বিকল হয়ে কাজ করা বন্ধ করে দিলে তা খারাপ হয়ে যেতে পারে।
advertisement
7/10
এসি-র কম্প্রেসারের গুরুত্ব এতটা বেশি কেন? এসি বা শীতাতপ যন্ত্রের হার্ট হল কম্প্রেসার। আর এই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কম্প্রেসারের জন্যই এসি ঘর ঠান্ডা করতে পারে। স্প্লিট এসি-র ক্ষেত্রে আবার দুটি ইউনিট থাকে - একটি ইন্ডোর ইউনিট এবং অন্যটি আউটডোর ইউনিট। ইন্ডোর ইউনিটটি ঘরের মধ্যে থাকে আর আউটডোর ইউনিটটি বাইরে ইনস্টল করা থাকে। এদিকে স্প্লিট এসি-র কম্প্রেসার আউটডোর ইউনিটেই থাকে।
এসি-র কম্প্রেসারের গুরুত্ব এতটা বেশি কেন? এসি বা শীতাতপ যন্ত্রের হার্ট হল কম্প্রেসার। আর এই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কম্প্রেসারের জন্যই এসি ঘর ঠান্ডা করতে পারে। স্প্লিট এসি-র ক্ষেত্রে আবার দুটি ইউনিট থাকে - একটি ইন্ডোর ইউনিট এবং অন্যটি আউটডোর ইউনিট। ইন্ডোর ইউনিটটি ঘরের মধ্যে থাকে আর আউটডোর ইউনিটটি বাইরে ইনস্টল করা থাকে। এদিকে স্প্লিট এসি-র কম্প্রেসার আউটডোর ইউনিটেই থাকে।
advertisement
8/10
এসি-র কম্প্রেসার কাজ না করলে কী হতে পারে? এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, এসির কম্প্রেসার কাজ করা বন্ধ করে দিলে কিন্তু এসি-টি পুরোপুরি ভাবে কাজ করতে পারবে না।
এসি-র কম্প্রেসার কাজ না করলে কী হতে পারে? এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, এসির কম্প্রেসার কাজ করা বন্ধ করে দিলে কিন্তু এসি-টি পুরোপুরি ভাবে কাজ করতে পারবে না।
advertisement
9/10
এসি-র যে কাজ অর্থাৎ ঘর ঠান্ডা করা, সেটাও আর হবে না। অর্থাৎ কম্প্রেসার বিকল হলে এসি-র ঘর ঠান্ডা করার ক্ষমতাও আর থাকবে না। শুধু তা-ই নয়, কম্প্রেসার খারাপ হলে এসি-র মধ্যে থাকা ফ্যান, কয়েল এবং মোটরের ক্ষতির আশঙ্কাও অনেকাংশে বেড়ে যেতে পারে।
এসি-র যে কাজ অর্থাৎ ঘর ঠান্ডা করা, সেটাও আর হবে না। অর্থাৎ কম্প্রেসার বিকল হলে এসি-র ঘর ঠান্ডা করার ক্ষমতাও আর থাকবে না। শুধু তা-ই নয়, কম্প্রেসার খারাপ হলে এসি-র মধ্যে থাকা ফ্যান, কয়েল এবং মোটরের ক্ষতির আশঙ্কাও অনেকাংশে বেড়ে যেতে পারে।
advertisement
10/10
কম্প্রেসার বিকল হয়েছে কি না তা বোঝার উপায়: আচমকা যদি এসি থেকে অদ্ভুত আওয়াজ বার হতে শুরু করে, তাহলে বুঝে নিতে হবে যে, এর কম্প্রেসার আর কাজ করছে না। শুধু তা-ই নয়, এসি-তে যদি ভাইব্রেশন হতে থাকে, তাহলেও বুঝে নিতে হবে যে, কম্প্রেসার বিকল হয়েছে। এমনটা হলে সবার আগে অভিজ্ঞ মেকানিক ডেকে এসি-র কম্প্রেসার সারাই করাতে হবে।
কম্প্রেসার বিকল হয়েছে কি না তা বোঝার উপায়: আচমকা যদি এসি থেকে অদ্ভুত আওয়াজ বার হতে শুরু করে, তাহলে বুঝে নিতে হবে যে, এর কম্প্রেসার আর কাজ করছে না। শুধু তা-ই নয়, এসি-তে যদি ভাইব্রেশন হতে থাকে, তাহলেও বুঝে নিতে হবে যে, কম্প্রেসার বিকল হয়েছে। এমনটা হলে সবার আগে অভিজ্ঞ মেকানিক ডেকে এসি-র কম্প্রেসার সারাই করাতে হবে।
advertisement
advertisement
advertisement