Air Conditioner Electric Bill Save: আর চিন্তা নেই, মাত্র ১ ডিগ্রি এসি-র তাপমাত্রা বাড়ালেই বছরে ২,০০০ টাকা সাশ্রয়! জানুন কীভাবে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Air Conditioner Electric Bill Save: শুধু ১ ডিগ্রি এসি-র তাপমাত্রা বাড়ালেই দিনে ৩-৫ টাকা এবং বছরে প্রায় ২,০০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল কমানো সম্ভব। ইনভার্টার এসি, ইনসুলেশন ও সঠিক রক্ষণাবেক্ষণ আরও সাশ্রয় এনে দিতে পারে, বিস্তারিত জানুন...
advertisement
advertisement
advertisement
মাত্র ১°C তাপমাত্রা বাড়ালে এসির বিদ্যুৎ ব্যবহার প্রায় ৩-৬% কমে যায়। ধরুন, আপনি যদি ২৪°C এর পরিবর্তে ২৫°C তে এসি চালান, তাহলে বিদ্যুৎ খরচে ৩-৬% সাশ্রয় হবে। উদাহরণ হিসেবে, একটি ১.৫ টন ৫-স্টার ইনভার্টার এসি ২৪°C তে প্রতি ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে ২৫°C তে সেটিং করলে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ ওয়াট কম খরচ হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও এখনো সরকারের তরফে চূড়ান্ত নির্দেশ জারি হয়নি, তবে এসি-র জন্য নির্দিষ্ট তাপমাত্রা (সম্ভবত ২৪°C বা ২৫°C) নির্ধারণ করার প্রস্তাব জাতীয় বিদ্যুৎ চাহিদা সামাল দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ। এটি নির্মাতাদের এসিতে ডিফল্ট তাপমাত্রা সেটিং দিতে উৎসাহিত করবে এবং সাধারণ ভোক্তারও এতে বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা হবে।