যেভাবে গরম বাড়ছে তাতে দৈনন্দিন জীবনে অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে এসি। দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে এসি-র বিক্রি। তবে এসি কেনার সময় বেশিরভাগ মানুষ এই একটা বিষয়ে সেভাবে খোঁজ নেন না। ফলে পরে আফসোস করতে হয়।
2/ 6
এসি কেনার সময় বেশিরভাগ মানুষের ভাবনার বিষয় থাকে বাজেট। তবে শুধু বাজেট নিয়ে ভাবলে চলবে না। এসি কেনার আগে আরও একটি ব্যাপার নিয়ে খোঁজ-খবর করতে হবে।
3/ 6
Effeciency Rating, Stars একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্টার কম হলে দাম সস্তা হতে পারে। তবে সেই এসি আপনাকে পরে ভোগাতে পারে।
4/ 6
থ্রি স্টার-এর কম এসি না কেনাই ভাল। ফোর বা ফাইভ স্টার হলে তো কথাই নেই।
5/ 6
ঘরের মাপ অনুযায়ী এসি কিনতে হয়। ১০০-১৫০ স্কোয়ার ফিট-এর ঘরের জন্য এক বা দেড় টন এসি যথেষ্ট।
6/ 6
Copper Coil একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করবেন কপার কয়েল রয়েছে এমন এসি কেনার। অ্যালুমিনিয়াম কয়েল-এর থেকে কপার কয়েল-এর কুলিং সিস্টেম ভাল।
AC কেনার সময় ৯৯% মানুষ এই ব্যাপারে খোঁজ নেন না! পরে আফসোস করতে হয়
যেভাবে গরম বাড়ছে তাতে দৈনন্দিন জীবনে অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে এসি। দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে এসি-র বিক্রি। তবে এসি কেনার সময় বেশিরভাগ মানুষ এই একটা বিষয়ে সেভাবে খোঁজ নেন না। ফলে পরে আফসোস করতে হয়।