AC Electricity Bill: এসি বন্ধের পরেও বাড়ছে বিদ্যুতের বিল! 'এই' ছোট্ট উপায়ে কমবে ম্যাজিকের মতো

Last Updated:
AC Electricity Bill: শুধু রিমোট দিয়ে এসির সুইচ বন্ধ করে রাখলেই হল। এমন করলে আর এসির মাধ্যমে বিদ্যুৎ খরচ হবে না। কিন্তু, এমন করা উচিত নয়।
1/8
*বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত হারে বেড়ে চলেছে তাপমাত্রা। এ বছর গরমের তীব্রতা সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী দিনে এই গরম আরও বাড়তে পারে, তেমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে এমন মাত্রাছাড়া গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। কিন্তু, এসি ক্রয় করার আগে সকলের মাথায় ঘোরে বিদ্যুতের বিলের কথা। ফাইল ছবি। 
*বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত হারে বেড়ে চলেছে তাপমাত্রা। এ বছর গরমের তীব্রতা সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী দিনে এই গরম আরও বাড়তে পারে, তেমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে এমন মাত্রাছাড়া গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। কিন্তু, এসি ক্রয় করার আগে সকলের মাথায় ঘোরে বিদ্যুতের বিলের কথা। ফাইল ছবি। 
advertisement
2/8
*অনেকেই মনে করে এসি লাগালে খুব বেশি পরিমাণে বিদ্যুত খরচ হয় এবং আকাশছোঁয়া বিদ্যুতের বিল আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে, নিজেদের ভুলের কারণেই এসির মাধ্যমে বেশি বিদ্যুৎ খরচ হয় এবং বিদ্যুতের বিল বেশি পরিমাণ আসে। ফাইল ছবি। 
*অনেকেই মনে করে এসি লাগালে খুব বেশি পরিমাণে বিদ্যুত খরচ হয় এবং আকাশছোঁয়া বিদ্যুতের বিল আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে, নিজেদের ভুলের কারণেই এসির মাধ্যমে বেশি বিদ্যুৎ খরচ হয় এবং বিদ্যুতের বিল বেশি পরিমাণ আসে। ফাইল ছবি। 
advertisement
3/8
*অনেকেই মনে করেন যে শুধু রিমোট দিয়ে এসির সুইচ বন্ধ করে রাখলেই হল। এমন করলে আর এসির মাধ্যমে বিদ্যুৎ খরচ হবে না। কিন্তু, এমন করা উচিত নয়। ফাইল ছবি। 
*অনেকেই মনে করেন যে শুধু রিমোট দিয়ে এসির সুইচ বন্ধ করে রাখলেই হল। এমন করলে আর এসির মাধ্যমে বিদ্যুৎ খরচ হবে না। কিন্তু, এমন করা উচিত নয়। ফাইল ছবি। 
advertisement
4/8
*আমরা প্রায় সবাই জানি যে, এয়ার কন্ডিশনার বেশি বিদ্যুৎ খরচ করে। তাই মানুষ যতটা সম্ভব এসি কম ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু, এই পরিশ্রম বৃথা যায় যখন কেউ ভুল করেন। শুধু রিমোট থেকে এসি বন্ধ করার এই ভুল বিদ্যুৎ বিলের খরচ বাড়াতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কেন এমন করা উচিত নয়। ফাইল ছবি। 
*আমরা প্রায় সবাই জানি যে, এয়ার কন্ডিশনার বেশি বিদ্যুৎ খরচ করে। তাই মানুষ যতটা সম্ভব এসি কম ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু, এই পরিশ্রম বৃথা যায় যখন কেউ ভুল করেন। শুধু রিমোট থেকে এসি বন্ধ করার এই ভুল বিদ্যুৎ বিলের খরচ বাড়াতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কেন এমন করা উচিত নয়। ফাইল ছবি। 
advertisement
5/8
*এসির কারণে যেন বিদ্যুৎ বিল বেশি না আসে, তাই মানুষ সব রকমের চেষ্টা করে। কিন্তু, অনেক সময় যাঁরা বছরের পর বছর ধরে এসি চালান, তাঁরাও ভুল করে থাকেন। যার কারণে বিদ্যুৎ ঠিকমতো সংরক্ষণ করা হয় না। ফাইল ছবি। 
*এসির কারণে যেন বিদ্যুৎ বিল বেশি না আসে, তাই মানুষ সব রকমের চেষ্টা করে। কিন্তু, অনেক সময় যাঁরা বছরের পর বছর ধরে এসি চালান, তাঁরাও ভুল করে থাকেন। যার কারণে বিদ্যুৎ ঠিকমতো সংরক্ষণ করা হয় না। ফাইল ছবি। 
advertisement
6/8
*রিমোট দিয়েই এসি বন্ধ রাখার অভ্যাস বেশির ভাগ মানুষেরই আছে। তাঁরা মনে করেন এটি ভাল উপায়। কিন্তু, আসলে কেবল রিমোট দিয়ে এসি বন্ধ করা ভাল অভ্যাস নয়। ফাইল ছবি। 
*রিমোট দিয়েই এসি বন্ধ রাখার অভ্যাস বেশির ভাগ মানুষেরই আছে। তাঁরা মনে করেন এটি ভাল উপায়। কিন্তু, আসলে কেবল রিমোট দিয়ে এসি বন্ধ করা ভাল অভ্যাস নয়। ফাইল ছবি। 
advertisement
7/8
*এমন পরিস্থিতিতে যদি কারও অভ্যাস থাকে যে, কেবল রিমোট দিয়েই এসি বন্ধ করার, তাঁদের এই অভ্যাসটি শুধরে নিতে হবে, কারণ দীর্ঘ সময় ধরে এটি করার ফলে প্রচুর বিদ্যুৎ খরচ হতে পারে। ফাইল ছবি। 
*এমন পরিস্থিতিতে যদি কারও অভ্যাস থাকে যে, কেবল রিমোট দিয়েই এসি বন্ধ করার, তাঁদের এই অভ্যাসটি শুধরে নিতে হবে, কারণ দীর্ঘ সময় ধরে এটি করার ফলে প্রচুর বিদ্যুৎ খরচ হতে পারে। ফাইল ছবি। 
advertisement
8/8
*এসি চালানোর সময় বিদ্যুৎ বাঁচাতে ২৪ ডিগ্রিতে এসি চালানোর অভ্যাস করতে হবে। কারণ এটি মানবদেহের জন্য একটি আদর্শ তাপমাত্রা। সেই সঙ্গে অনেক বিদ্যুৎও সাশ্রয় হয়। ফাইল ছবি।
*এসি চালানোর সময় বিদ্যুৎ বাঁচাতে ২৪ ডিগ্রিতে এসি চালানোর অভ্যাস করতে হবে। কারণ এটি মানবদেহের জন্য একটি আদর্শ তাপমাত্রা। সেই সঙ্গে অনেক বিদ্যুৎও সাশ্রয় হয়। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement