AC Mode: এসির এই একটা মোড অন রাখুন... এত কম ইলেকট্রিক বিল আসবে যে বিশ্বাসই হবে না! ছোট্ট 'টিপস্'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
advertisement
ইনভার্টার এসি (inverter AC) এবং নন-ইনভার্টার (Non-inverter AC) এসি মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে। আসলে ইনভার্টার AC-র কম্প্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।
advertisement
advertisement
advertisement