Ai+ Smartphone: ভারতীয় ব্যবহারকারীদের জন্য একেবারে আদর্শ, বাজারে এল সম্পূর্ণ রূপে দেশে তৈরি Ai+ Smartphone, দাম শুরু হচ্ছে মাত্র ৪৪৯৯ টাকা থেকে !

Last Updated:
Ai+ Smartphone-এর সিইও এবং NxtQuantum Shift Technologies-এর প্রতিষ্ঠাতা বলেন যে, আসলে বিদেশে প্রস্তুত স্মার্টফোনের বিকল্প প্রদান করাই এই ব্র্যান্ডের অন্যতম প্রধান উদ্দেশ্য।
1/5
সম্প্রতি ভারতের বাজারে এসে গেল NxtQuantum-এর Ai+ Smartphone। Realme-র প্রাক্তন সিইও মাধব শেঠের লেটেস্ট ভেঞ্চার ছিল NxtQuantum। এটিকে পুরোপুরি ভাবে প্রথম ভারতে নির্মিত ডিভাইস বলে মার্কেটিং করছে সংশ্লিষ্ট কোম্পানিটি। Ai+ Smartphone-এর সিইও এবং NxtQuantum Shift Technologies-এর প্রতিষ্ঠাতা বলেন যে, আসলে বিদেশে প্রস্তুত স্মার্টফোনের বিকল্প প্রদান করাই এই ব্র্যান্ডের অন্যতম প্রধান উদ্দেশ্য। ফলে এই Ai+ Smartphone-টি সম্পূর্ণ রূপে ভারতেই তৈরি। আর সেখানে ব্যবহার করা হয়েছে NxtQuantum OS। এই প্রসঙ্গে সংস্থার দাবি যে, এটাই প্রথম দেশের সার্বভৌম মোবাইল অপারেটিং সিস্টেম।
সম্প্রতি ভারতের বাজারে এসে গেল NxtQuantum-এর Ai+ Smartphone। Realme-র প্রাক্তন সিইও মাধব শেঠের লেটেস্ট ভেঞ্চার ছিল NxtQuantum। এটিকে পুরোপুরি ভাবে প্রথম ভারতে নির্মিত ডিভাইস বলে মার্কেটিং করছে সংশ্লিষ্ট কোম্পানিটি। Ai+ Smartphone-এর সিইও এবং NxtQuantum Shift Technologies-এর প্রতিষ্ঠাতা বলেন যে, আসলে বিদেশে প্রস্তুত স্মার্টফোনের বিকল্প প্রদান করাই এই ব্র্যান্ডের অন্যতম প্রধান উদ্দেশ্য। ফলে এই Ai+ Smartphone-টি সম্পূর্ণ রূপে ভারতেই তৈরি। আর সেখানে ব্যবহার করা হয়েছে NxtQuantum OS। এই প্রসঙ্গে সংস্থার দাবি যে, এটাই প্রথম দেশের সার্বভৌম মোবাইল অপারেটিং সিস্টেম।
advertisement
2/5
এই লঞ্চ অনুষ্ঠানে ছিলেন Google Cloud India-র ম্যানেজিং ডিরেক্টর শশীকুমার শ্রীধরনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। ওই অনুষ্ঠানে এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে ভারতের অঙ্গীকারের উপর জোর দেওয়া হয়েছে, যা ব্যক্তিগত তথ্যের তুলনায় ইউজার কন্ট্রোলকে প্রাধান্য দেবে। মাধব শেঠ বলেন যে, ভারতীয় ব্যবহারকারীদের হাতে আবার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দিকটা নিশ্চিত করবে Ai+ Smartphone।
এই লঞ্চ অনুষ্ঠানে ছিলেন Google Cloud India-র ম্যানেজিং ডিরেক্টর শশীকুমার শ্রীধরনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। ওই অনুষ্ঠানে এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে ভারতের অঙ্গীকারের উপর জোর দেওয়া হয়েছে, যা ব্যক্তিগত তথ্যের তুলনায় ইউজার কন্ট্রোলকে প্রাধান্য দেবে। মাধব শেঠ বলেন যে, ভারতীয় ব্যবহারকারীদের হাতে আবার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দিকটা নিশ্চিত করবে Ai+ Smartphone।
advertisement
3/5
Ai+ Smartphone লাইনআপে রয়েছে দু’টি মডেল - Pulse এবং Nova 5G। উভয় মডেলেই রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে। আর দুটি ডিভাইসই চালিত হবে T615 এবং T8200 চিপ দ্বারা। সঙ্গে থাকবে ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি অপশনও। এর পাশাপাশি উভয় মডেলেই থাকবে ৫০ মেগাপিক্সেলের ড্যুয়াল এআই ক্যামেরা, ৫০০০ mAh ব্যাটারি এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, মোট ৫টি কালার অপশনে মিলবে এই ফোনগুলি। সেগুলি হল - ব্লু, ব্ল্যাক, গ্রিন, পার্পল এবং পিঙ্ক। বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি প্রসঙ্গে Flipkart-এর ভাইস প্রেসিডেন্ট মোবাইল স্মৃতি রবিচন্দ্রন বলেন যে, “Flipkart-এ আমরা এমন স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি পেতে দেখেছি, যেগুলি শুধু সাশ্রয়ীই নয়, সেই সঙ্গে ভরসাযোগ্যও বটে!”
Ai+ Smartphone লাইনআপে রয়েছে দু’টি মডেল - Pulse এবং Nova 5G। উভয় মডেলেই রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে। আর দুটি ডিভাইসই চালিত হবে T615 এবং T8200 চিপ দ্বারা। সঙ্গে থাকবে ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি অপশনও। এর পাশাপাশি উভয় মডেলেই থাকবে ৫০ মেগাপিক্সেলের ড্যুয়াল এআই ক্যামেরা, ৫০০০ mAh ব্যাটারি এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, মোট ৫টি কালার অপশনে মিলবে এই ফোনগুলি। সেগুলি হল - ব্লু, ব্ল্যাক, গ্রিন, পার্পল এবং পিঙ্ক। বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি প্রসঙ্গে Flipkart-এর ভাইস প্রেসিডেন্ট মোবাইল স্মৃতি রবিচন্দ্রন বলেন যে, “Flipkart-এ আমরা এমন স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি পেতে দেখেছি, যেগুলি শুধু সাশ্রয়ীই নয়, সেই সঙ্গে ভরসাযোগ্যও বটে!”
advertisement
4/5
তিনি আরও বলেন যে, “গ্রাহকদের জন্য Ai+ Smartphone আনতে পেরে আমরা যারপরনাই গর্বিত। এটি আসলে এমন একটি পণ্য, যার মধ্যে পারফরম্যান্স, গোপনীয়তা এবং উদ্দেশ্যের একটি মেলবন্ধন ঘটেছে।” এখানেই শেষ নয়, এই দুটি ডিভাইসই আঞ্চলিক ভাষা সাপোর্ট করবে এবং NxtQuantum-এর Theme Designer Tool-এর মতো ফিচারের মাধ্যমে একটি কাস্টোমাইজেবল ইউজার অভিজ্ঞতা প্রদান করবে। ভারতীয় গ্রাহকদের বিভিন্ন ধরনের চাহিদার কথা মাথায় রেখে লোকালাইজেশন এবং ইউজার কন্ট্রোলই হল অন্যতম লক্ষ্য। আপাতত Ai+ Smartphone পাওয়া যাচ্ছে Flipkart-এ। এর দু’টি মডেলের মধ্যে Pulse-এর দাম শুরু হচ্ছে মাত্র ৪৪৯৯ টাকা এবং Nova 5G-র দাম শুরু হচ্ছে মাত্র ৭৪৯৯ টাকা থেকে।
তিনি আরও বলেন যে, “গ্রাহকদের জন্য Ai+ Smartphone আনতে পেরে আমরা যারপরনাই গর্বিত। এটি আসলে এমন একটি পণ্য, যার মধ্যে পারফরম্যান্স, গোপনীয়তা এবং উদ্দেশ্যের একটি মেলবন্ধন ঘটেছে।” এখানেই শেষ নয়, এই দুটি ডিভাইসই আঞ্চলিক ভাষা সাপোর্ট করবে এবং NxtQuantum-এর Theme Designer Tool-এর মতো ফিচারের মাধ্যমে একটি কাস্টোমাইজেবল ইউজার অভিজ্ঞতা প্রদান করবে। ভারতীয় গ্রাহকদের বিভিন্ন ধরনের চাহিদার কথা মাথায় রেখে লোকালাইজেশন এবং ইউজার কন্ট্রোলই হল অন্যতম লক্ষ্য। আপাতত Ai+ Smartphone পাওয়া যাচ্ছে Flipkart-এ। এর দু’টি মডেলের মধ্যে Pulse-এর দাম শুরু হচ্ছে মাত্র ৪৪৯৯ টাকা এবং Nova 5G-র দাম শুরু হচ্ছে মাত্র ৭৪৯৯ টাকা থেকে।
advertisement
5/5
আসন্ন ফ্ল্যাশ সেলে আগামী ১২ জুলাই ২০২৫ তারিখ মিলবে Pulse মডেল এবং ১৩ জুলাই ২০২৫ তারিখ মিলবে Nova 5G মডেলটি। যা এক্সক্লুসিভ ডে-ওয়ান প্রোমোশন প্রদান করবে। Axis Bank ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ছাড় এবং সুবিধাজনক এক্সচেঞ্জ প্রোগ্রামও পেয়ে যাবে গ্রাহকরা। ফলে বোঝাই যাচ্ছে, যাঁরা এই ফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য এটা দারুণ সুযোগ। লঞ্চের অনুষ্ঠানে মাধব শেঠ বলেন যে, “বছরের পর বছর ধরে আমরা এমন ফোন এবং প্ল্যাটফর্মের উপর ভরসা করেছি, যা কখনওই ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে বানানো হয়নি। Ai+ Smartphone-এর হাত ধরে সেই বিষয়টায় বদল আসবে। এই ফোনগুলি দ্রুত, দারুণ ভাবে ডিজাইন করা তো বটেই! আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি ব্যবহারকারীদের ডেটাকে সুরক্ষিত রাখবে।”
আসন্ন ফ্ল্যাশ সেলে আগামী ১২ জুলাই ২০২৫ তারিখ মিলবে Pulse মডেল এবং ১৩ জুলাই ২০২৫ তারিখ মিলবে Nova 5G মডেলটি। যা এক্সক্লুসিভ ডে-ওয়ান প্রোমোশন প্রদান করবে। Axis Bank ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ছাড় এবং সুবিধাজনক এক্সচেঞ্জ প্রোগ্রামও পেয়ে যাবে গ্রাহকরা। ফলে বোঝাই যাচ্ছে, যাঁরা এই ফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য এটা দারুণ সুযোগ। লঞ্চের অনুষ্ঠানে মাধব শেঠ বলেন যে, “বছরের পর বছর ধরে আমরা এমন ফোন এবং প্ল্যাটফর্মের উপর ভরসা করেছি, যা কখনওই ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে বানানো হয়নি। Ai+ Smartphone-এর হাত ধরে সেই বিষয়টায় বদল আসবে। এই ফোনগুলি দ্রুত, দারুণ ভাবে ডিজাইন করা তো বটেই! আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি ব্যবহারকারীদের ডেটাকে সুরক্ষিত রাখবে।”
advertisement
advertisement
advertisement