Aditya L1 Mission: শেষবেলায় বাজিমাত ISRO-র! আদিত্য নিয়ে আসছে বিরাট সুখবর, আরেক রেকর্ডের পথে ভারত?

Last Updated:
Aditya L1 Mission: সূর্য মিশনে থাকা আদিত্য-এল ১ ক্রমাগত সাফল্যের দিকে এগিয়ে চলেছে। যা নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
1/9
চন্দ্রযান-৩-এর প্রজ্ঞানকে ঘিরে ক্রমশ আশা কমছে ইসরোর, কিন্তু এর মধ্যে আরেক মহাকাশযান ক্রমশ খুশির খবর নিয়ে এসেছে। (প্রতীকী ছবি)
চন্দ্রযান-৩-এর প্রজ্ঞানকে ঘিরে ক্রমশ আশা কমছে ইসরোর, কিন্তু এর মধ্যে আরেক মহাকাশযান ক্রমশ খুশির খবর নিয়ে এসেছে। (প্রতীকী ছবি)
advertisement
2/9
সূর্য মিশনে থাকা আদিত্য-এল ১ ক্রমাগত সাফল্যের দিকে এগিয়ে চলেছে। যা নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সূর্য মিশনে থাকা আদিত্য-এল ১ ক্রমাগত সাফল্যের দিকে এগিয়ে চলেছে। যা নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/9
ইসরো শনিবার জানিয়েছে, আদিত্য-এল ১ মহাকাশযান সূর্য অধ্যয়নের জন্য সফলভাবে পৃথিবীর গোলক থেকে বেরিয়ে এসেছে।  (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
ইসরো শনিবার জানিয়েছে, আদিত্য-এল ১ মহাকাশযান সূর্য অধ্যয়নের জন্য সফলভাবে পৃথিবীর গোলক থেকে বেরিয়ে এসেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সুখবর দেওয়ার সময় ISRO জানিয়েছে এখন মহাকাশযানটি সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১ (L1) এর দিকে অগ্রসর হচ্ছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সুখবর দেওয়ার সময় ISRO জানিয়েছে এখন মহাকাশযানটি সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১ (L1) এর দিকে অগ্রসর হচ্ছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/9
সূর্য অধ্যয়নের জন্য, মহাকাশযান আদিত্য এল-১ ২রা সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সূর্য অধ্যয়নের জন্য, মহাকাশযান আদিত্য এল-১ ২রা সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/9
আদিত্য-এল ১ মহাকাশযানটি সূর্য অধ্যয়নের জন্য মোট সাতটি ভিন্ন পেলোড বহন করছে, যার মধ্যে চারটি সূর্য থেকে আলো পর্যবেক্ষণ করবে এবং বাকি তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
আদিত্য-এল ১ মহাকাশযানটি সূর্য অধ্যয়নের জন্য মোট সাতটি ভিন্ন পেলোড বহন করছে, যার মধ্যে চারটি সূর্য থেকে আলো পর্যবেক্ষণ করবে এবং বাকি তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/9
  আদিত্য-এল ১ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১ (এল 1) এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে, যা সূর্যের দিকে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিমি দূরে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
আদিত্য-এল ১ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১ (এল 1) এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে, যা সূর্যের দিকে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিমি দূরে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/9
এটি একই আপেক্ষিক অবস্থানে সূর্যের চারপাশে ঘুরবে এবং সূর্যকে অবিরত পর্যবেক্ষণ করতে থাকবে। ফলে এখন এই মিশনের দিকে তাকিয়ে রয়েছে ইসরো।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
এটি একই আপেক্ষিক অবস্থানে সূর্যের চারপাশে ঘুরবে এবং সূর্যকে অবিরত পর্যবেক্ষণ করতে থাকবে। ফলে এখন এই মিশনের দিকে তাকিয়ে রয়েছে ইসরো।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/9
অন্যদিকে, চাঁদে স্লিপ মোডে থাকা প্রজ্ঞানকে নিয়েও আশা থামাচ্ছেন না ইসরোর বিজ্ঞানীরা। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
অন্যদিকে, চাঁদে স্লিপ মোডে থাকা প্রজ্ঞানকে নিয়েও আশা থামাচ্ছেন না ইসরোর বিজ্ঞানীরা। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
advertisement
advertisement