বিশ্বরেকর্ড করে ফেলল আরোগ্য সেতু! ১২ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ

Last Updated:
আরোগ্য সেতু এখন বিশ্বের সব থেকে বেশি ডাউনলোড করা কনট্যাক্ট ট্রেসিং (Contact-Tracing) অ্যাপ।
1/5
এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে ডাউনলোডেড অ্যাপগুলির মধ্যে প্রথমেই জায়গা পাকা করে নিল এই দেশি অ্যাপ আরোগ্য সেতু (Aarogya Setu)। সেন্সর টাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ১২৭.৬ মিলিয়ন মানে প্রায় ১২ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে আরোগ্যা সেতুর।
এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে ডাউনলোডেড অ্যাপগুলির মধ্যে প্রথমেই জায়গা পাকা করে নিল এই দেশি অ্যাপ আরোগ্য সেতু (Aarogya Setu)। সেন্সর টাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ১২৭.৬ মিলিয়ন মানে প্রায় ১২ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে আরোগ্যা সেতুর।
advertisement
2/5
সম্প্রতি সেন্সর টাওয়ারের (Sensor Tower) এমনই তথ্য সামনে এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে, শুধু এপ্রিলেই ৮০.৮ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই করোনা ট্রেসিং অ্যাপের। সব মিলিয়ে জুলাইয়ের রিপোর্ট বলছে, এখনও অবধি ১২৭.৬ মিলিয়ন ডাউনলোড হয়েছে আরোগ্যা সেতুর, ভারতীয় হিসেবে যা দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি ৭৬ লক্ষেরও বেশি। এমন পরিসংখ্যান দেশের কেন, বিশ্বের ইতিহাসেই নজিরবিহীন।
সম্প্রতি সেন্সর টাওয়ারের (Sensor Tower) এমনই তথ্য সামনে এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে, শুধু এপ্রিলেই ৮০.৮ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই করোনা ট্রেসিং অ্যাপের। সব মিলিয়ে জুলাইয়ের রিপোর্ট বলছে, এখনও অবধি ১২৭.৬ মিলিয়ন ডাউনলোড হয়েছে আরোগ্যা সেতুর, ভারতীয় হিসেবে যা দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি ৭৬ লক্ষেরও বেশি। এমন পরিসংখ্যান দেশের কেন, বিশ্বের ইতিহাসেই নজিরবিহীন।
advertisement
3/5
এই রিপোর্ট থেকে এও জানা গিয়েছে যে এই অ্যাপ শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের মানুষই ব্যবহার করছেন ভারতীয় Covid-19 ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু।
এই রিপোর্ট থেকে এও জানা গিয়েছে যে এই অ্যাপ শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের মানুষই ব্যবহার করছেন ভারতীয় Covid-19 ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু।
advertisement
4/5
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘‌Aarogya Setu’‌ অ্যাপ এনেছে কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। তার জন্য মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের লোকেদের যোগাযোগের পরিমাণ। ব্লুটুথে কাটিং এজ পদ্ধতি, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘‌Aarogya Setu’‌ অ্যাপ এনেছে কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। তার জন্য মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের লোকেদের যোগাযোগের পরিমাণ। ব্লুটুথে কাটিং এজ পদ্ধতি, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
advertisement
5/5
এপ্রিল মাসের প্রথম দিকেই ভারতে আরোগ্য সেতু অ্যাপটি লঞ্চ করেছিল সরকার। আর এপ্রিল মাসের মধ্যেই অ্যাপটি সারা বিশ্বে ডাউনলোড হওয়া শীর্ষ দশটি অ্যাপের মধ্যে জায়গা করে নিয়েছিল। ৪ মে অবধি প্রায় ৯ কোটি মোবাইল ইউজার ভারতের এই Covid-19 ট্রেসিং অ্যাপ ডাউনলোড করে। জুনে প্রতিদিন গড়ে প্রায় ৫ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ
এপ্রিল মাসের প্রথম দিকেই ভারতে আরোগ্য সেতু অ্যাপটি লঞ্চ করেছিল সরকার। আর এপ্রিল মাসের মধ্যেই অ্যাপটি সারা বিশ্বে ডাউনলোড হওয়া শীর্ষ দশটি অ্যাপের মধ্যে জায়গা করে নিয়েছিল। ৪ মে অবধি প্রায় ৯ কোটি মোবাইল ইউজার ভারতের এই Covid-19 ট্রেসিং অ্যাপ ডাউনলোড করে। জুনে প্রতিদিন গড়ে প্রায় ৫ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ
advertisement
advertisement
advertisement