আপনি যদি জানতে চান যে আপনার আধার কার্ড লক না আনলক তো আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপর নিজের আধার নম্বর আর OTP দিয়ে লগইন করুন। এখানে আপনি জানতে পেয়ে যাবেন আপনার বায়োমেট্রিকের স্টেটাস। আপনি mAdhaar অ্যাপ ব্যবহার করেও এই তথ্য জানতে পারবেন।