

আজ, ২৬ অগাস্ট ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Xiaomi-র ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা স্মার্টফোন Redmi Note 9 Pro Max। এই বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। তারপর থেকে বেশ কয়েকবার ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে এই ফোনটি। আজ দুপুর ১২ টা থেকে Mi-এর অফিশিয়াল ওয়েবসাইট Mi.com পাওয়া যাচ্ছে ফোনটি, রয়েছে একাধিক অফারও।


Redmi Note 9 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১৬,৪৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ৬ জিবি RAM + ৬৪জিবি স্টোরেজে ভেরিয়েন্টটি। ৬ জিবি RAM + ১২৮জিবি স্টোরেজে ভেরিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা আর ৮ জিবি RAM + ১২৮জিবি স্টোরেজে ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।


Mi.in এ দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের উপরে রয়েছে Airtel এর দুর্দান্ত অফার। গ্রাহকরা যদি এই ফোনটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনার পরে এয়ারটেলের ২৯৮/৩৯৮ টাকার রিচার্জ করেন তাহলে পায়ে যাবেন আনলিমিটেড কলিং এর সঙ্গে দ্বিগুণ ডেটা বেনিফট। সেই সঙ্গে থাকবে এয়ারটেল থ্যাংকস বেনিফিটও


Redmi Note 9 Pro Max-এর ফিচার্স - ডুয়াল সিম Redmi Note 9 Pro Max-এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, আর প্রটেকশনের জন্য Gorilla Glass ৫। Redmi Note 9 Pro-এ Android ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G প্রসেসর, রয়েছে Adreno 618 GPU গ্রাফিক কার্ড। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।


ছবি তোলার জন্য ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটা আপ। প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলে ইন ডিসপ্লে ক্যামেরা।