

বেশ কিছু ববছর ধরে android স্মার্টফোন ম্যালওয়ারের সমস্যা একটু বেশিই দেখা দিচ্ছে। প্রতিদিন খবরে জানা যায় নতুন নতুন ভাইরাসের কথা। আর বিশ্বে বেশির ভাগই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন। Google Play স্টোরে ফেক অ্যাপের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আর গুগল এই অ্যাপগুলিকে চিহ্নিত করে সেই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলছে।


এবার গুগল প্লে স্টোরেই এমন ২৩ টি অ্যাপের সন্ধান পাওয়া গিয়েছে যার থেকে দেদার স্ক্যাম করছে দুষ্কৃতীরা বা হ্যাকাররা ৷ তাই সতর্কবার্তায় বলা হয়েছে যে এই ২৩ টি অ্যাপের মধ্যে যদি কোনও অ্যাপ আপনার মোবাইলে থাকে তাহলে সেটা ডিলিট করুন এখনই ৷


এই অ্যাপগুলি ধীরে ধীরে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়৷ অ্যানড্রয়েড ফোন যাঁরা ব্যবহার করেন তাঁদৈর কোনও অ্যাপ ফোনে ডাউনলোড করার সময় সবসময় সতর্ক থাকা উচিত৷ সাইবার সিকিউরিটি ও সফটওয়্যার ফার্ম Sophos এই বিপজ্জনক অ্যাপগুলি নাম প্রকাশ করেছে৷ রিপোর্ট অনুযায়ী, এই ২৩টি অ্যাপই fleeceware অ্যাপ আর এই অ্যাপগুলি গুগল প্লে স্টোরের পলিসি লঘন করেছে৷


রিসার্চার জগদীশ চন্দ্রাইহা একটি ব্লগপোস্ট অনুযায়ি গুগল এর এই অ্যাপ টার্ম ও ফন্ট খুবই খুদ্রাকারে রয়েছে যাতে পড়া যায় না৷ এতে কয়েকটি ঢিলেমি আছে যার সূত্র ধরেই বিভিন্ন বিপদজনক কাজ করতে অনুমতি দেয়৷


Sophos-র প্রকাশিত তালিকাটি দেখে নিন- com.photoconverter.fileconverter.jpegconverter, com.recoverydeleted.recoveryphoto.photobackup, com.screenrecorder.gamerecorder.screenrecording, com.photogridmixer.instagrid, com.compressvideo.videoextractor, com.smartsearch.imagessearch, com.emmcs.wallpappercom.wallpaper.work.application, com.gametris.wallpaper.application, com.tell.shortvideocom.csxykk.fontmoji, com.dev.palmistryastrology, com.video.magiciancom.el2020xstar.xstar, com.dev.furturescopecom.fortunemirror, com.itools.prankcallfreelitecom.isocial.fakechat, com.old.mecom.myreplica.celebritylikeme.pro, com.nineteen.pokeradar, com.pokemongo.ivgocalculatorcom.hy.gscanner


fleeceware একধরণের ম্যালওয়ার মোবাইল অ্যাপলিকেশন৷ এতে লুকনো সাবস্ক্রিপশন ফি থাকে৷ যাঁরা জানেন না সাবস্ক্রিপশন ছেড়ে দেওয়ার পরেও এই অ্যাপগুলি সাবস্ক্রিপশন ফি নিতেই থাকে৷ তাই আলাদা করে সাবস্ক্রিপশন ফি আলাদা করে বাতিল করতে হয়৷ এরা স্প্যাম সাবস্ক্রিপশন পদ্ধতি ব্যবহার করে৷ ব্যবহারকারী যদি একবার এইগুলো সাবস্ক্রিপশন চালু করে দেয় তখনই গণ্ডগোলের শুরু৷ এদের আলাদা অ্যাপের বিভাগে আলাদা আলাদা সাবস্ক্রিপশন হয়৷ ব্যবহারকারী না বুঝেই আলাদা সাবস্ক্রিপশনের অপশনে ক্লিক করে হ্যাঁ করে দেন৷