Google Doodle: ঘড়ির কাঁটায় '2025' কাউন্টডাউন! বছরের শেষদিনে 'Google'-এর নকশাটা খেয়াল করেছেন? মিস করবেন না এটা একেবারেই!

Last Updated:
Google Doodle: নিজেকে গাঢ় ভায়োলেট রঙে রাঙিয়েছে ‘গুগল’। পিছনে আকাশ। উজ্জ্বল তারা ফুটে আছে। তার উপর ভেসে আছে গুগলের ডুডল। মাঝের ‘O’ হয়ে গিয়েছে ঘড়ি।
1/8
চলছে প্রহর গোণার পালা। নতুন বছরের দিকে একটু একটু করে এগোচ্ছে সময়। ঘড়ির কাঁটারা ঘর বদলাচ্ছে। গুগল ডুডলেও ফুটে উঠল সেই প্রতীক্ষার ছবি। পুরনো বছরের শেষ দিনে ঘড়ির সাজে সেজে উঠল গুগল। যেন তর সইছে না।
চলছে প্রহর গোণার পালা। নতুন বছরের দিকে একটু একটু করে এগোচ্ছে সময়। ঘড়ির কাঁটারা ঘর বদলাচ্ছে। গুগল ডুডলেও ফুটে উঠল সেই প্রতীক্ষার ছবি। পুরনো বছরের শেষ দিনে ঘড়ির সাজে সেজে উঠল গুগল। যেন তর সইছে না।
advertisement
2/8
নিজেকে গাঢ় ভায়োলেট রঙে রাঙিয়েছে ‘গুগল’। পিছনে আকাশ। উজ্জ্বল তারা ফুটে আছে। তার উপর ভেসে আছে গুগলের ডুডল। মাঝের ‘O’ হয়ে গিয়েছে ঘড়ি। সময়ের হিসেব রাখছে। ঘণ্টার কাঁটা রাত ১২টায় স্থির। মিনিটের কাঁটা এগিয়ে চলেছে নতুন বছরের দিকে।
নিজেকে গাঢ় ভায়োলেট রঙে রাঙিয়েছে ‘গুগল’। পিছনে আকাশ। উজ্জ্বল তারা ফুটে আছে। তার উপর ভেসে আছে গুগলের ডুডল। মাঝের ‘O’ হয়ে গিয়েছে ঘড়ি। সময়ের হিসেব রাখছে। ঘণ্টার কাঁটা রাত ১২টায় স্থির। মিনিটের কাঁটা এগিয়ে চলেছে নতুন বছরের দিকে।
advertisement
3/8
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অনেক দেশেই ৩১ ডিসেম্বর ওল্ড ইয়ার্স ডে বা সিলভেস্টার্স ডে হিসেবে পালিত হয়। হইহুল্লোড়ে মেতে ওঠে মানুষ। রাতভর পার্টি, ইভেন্ট, নাচাগানা, খাওয়াদাওয়া চলে। রাতের আকাশে আলপনা আঁকে আতশবাজির রোশনাই। প্রতি বছরই সে সব ফুটে ওঠে গুগল ডুডলে।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অনেক দেশেই ৩১ ডিসেম্বর ওল্ড ইয়ার্স ডে বা সিলভেস্টার্স ডে হিসেবে পালিত হয়। হইহুল্লোড়ে মেতে ওঠে মানুষ। রাতভর পার্টি, ইভেন্ট, নাচাগানা, খাওয়াদাওয়া চলে। রাতের আকাশে আলপনা আঁকে আতশবাজির রোশনাই। প্রতি বছরই সে সব ফুটে ওঠে গুগল ডুডলে।
advertisement
4/8
রাত ১২টাতেই নতুন দিনের সূচনা হয়। তাই নতুন বছরকে স্বাগত মাঝরাতেই শুরু হয় উৎসব। ঘড়ির কাঁটা ঠিক ১২টা ছুঁলেই মেতে ওঠে মানুষ। রাজপথে ঢল নামে। শুরু হয় উদযাপন। প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে নতুন বছরের নতুন পরিকল্পনা। অতীতের স্মৃতিচারণ। এ যেন পুরনো অধ্যায় শেষে, নতুন অধ্যায়ের সূচনালগ্ন।
রাত ১২টাতেই নতুন দিনের সূচনা হয়। তাই নতুন বছরকে স্বাগত মাঝরাতেই শুরু হয় উৎসব। ঘড়ির কাঁটা ঠিক ১২টা ছুঁলেই মেতে ওঠে মানুষ। রাজপথে ঢল নামে। শুরু হয় উদযাপন। প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে নতুন বছরের নতুন পরিকল্পনা। অতীতের স্মৃতিচারণ। এ যেন পুরনো অধ্যায় শেষে, নতুন অধ্যায়ের সূচনালগ্ন।
advertisement
5/8
বিশেষ কোনও উৎসব বা উদযাপনে আমজনতার মতো গুগলও মেতে ওঠে। বদলে যায় লোগো। সেটাই গুগল ডুডল। বিখ্যাত মানুষ, শিল্পী, বিজ্ঞানী বা খেলোয়াড়দের জন্মবার্ষিকীতেও এভাবেই শ্রদ্ধা জানায় টেক জায়ান্ট সংস্থা।
বিশেষ কোনও উৎসব বা উদযাপনে আমজনতার মতো গুগলও মেতে ওঠে। বদলে যায় লোগো। সেটাই গুগল ডুডল। বিখ্যাত মানুষ, শিল্পী, বিজ্ঞানী বা খেলোয়াড়দের জন্মবার্ষিকীতেও এভাবেই শ্রদ্ধা জানায় টেক জায়ান্ট সংস্থা।
advertisement
6/8
এটা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ ‘O’-এর মধ্যে স্টিক ফিগার এঁকে দিয়েছিলেন। বোঝাতে চেয়েছিলেন তাঁরাও বার্নিং ম্যান ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন। সেই থেকে গুগল ডুডলের আবির্ভাব।
এটা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ ‘O’-এর মধ্যে স্টিক ফিগার এঁকে দিয়েছিলেন। বোঝাতে চেয়েছিলেন তাঁরাও বার্নিং ম্যান ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন। সেই থেকে গুগল ডুডলের আবির্ভাব।
advertisement
7/8
এরপর সাধারণ স্কেচ থেকে অ্যানিমেশন এমনকী গেমও ঠাঁই করে নিয়েছে গুগল ডুডলে। এক বর্ণময় রূপকথার মতো। ইউজারদের কাছেও এ এক মজার অভিজ্ঞতা। বিশেষ দিন নিয়ে গুগল কী বলল তা দেখার জন্য অনেকেই এখন অপেক্ষা করে থাকেন।
এরপর সাধারণ স্কেচ থেকে অ্যানিমেশন এমনকী গেমও ঠাঁই করে নিয়েছে গুগল ডুডলে। এক বর্ণময় রূপকথার মতো। ইউজারদের কাছেও এ এক মজার অভিজ্ঞতা। বিশেষ দিন নিয়ে গুগল কী বলল তা দেখার জন্য অনেকেই এখন অপেক্ষা করে থাকেন।
advertisement
8/8
এবছর গুগল সেজেছে ঘড়িতে। টিক টিক করে কাঁটা এগোচ্ছে। যেন কাউন্টডাউন চলছে। পুরনো বছরের সমস্ত না পাওয়া, বেদনা, মন খারাপ, ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছরের দিকে যাত্রা। গুগলের ডুডলেরও যেন নতুন আশা, নতুন আকাঙ্খা, নতুন প্রতিজ্ঞা-শপথে এক নতুন পথচলা। এখন শুধু চরৈবেতি, চরৈবেতি। এগিয়ে যাওয়ার পালা।এবছর গুগল সেজেছে ঘড়িতে। টিক টিক করে কাঁটা এগোচ্ছে। যেন কাউন্টডাউন চলছে। পুরনো বছরের সমস্ত না পাওয়া, বেদনা, মন খারাপ, ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছরের দিকে যাত্রা। গুগলের ডুডলেরও যেন নতুন আশা, নতুন আকাঙ্খা, নতুন প্রতিজ্ঞা-শপথে এক নতুন পথচলা। এখন শুধু চরৈবেতি, চরৈবেতি। এগিয়ে যাওয়ার পালা।
এবছর গুগল সেজেছে ঘড়িতে। টিক টিক করে কাঁটা এগোচ্ছে। যেন কাউন্টডাউন চলছে। পুরনো বছরের সমস্ত না পাওয়া, বেদনা, মন খারাপ, ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছরের দিকে যাত্রা। গুগলের ডুডলেরও যেন নতুন আশা, নতুন আকাঙ্খা, নতুন প্রতিজ্ঞা-শপথে এক নতুন পথচলা। এখন শুধু চরৈবেতি, চরৈবেতি। এগিয়ে যাওয়ার পালা।
advertisement
advertisement
advertisement