Zubeen Garg : জুবিনের 'জীবন' ছিল গান, তবে 'এটা' ছিল প্রথম ভালবাসা! কিংবদন্তি গায়কের জীবনের এই ভালবাসার কথা অনেকের অজানা

Last Updated:
Zubeen Garg- নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে স্কুবা ডাইভে গিয়ে প্রাণ হারান অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গ। ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর পারফরম্য়ান্স করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ।
1/6
নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে স্কুবা ডাইভে গিয়ে প্রাণ হারান অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গ। ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর পারফরম্য়ান্স করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। স্কুবা ডাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। তাংর মৃত্যুর খবর যেন এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে স্কুবা ডাইভে গিয়ে প্রাণ হারান অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গ। ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর পারফরম্য়ান্স করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। স্কুবা ডাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। তাংর মৃত্যুর খবর যেন এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
advertisement
2/6
'ইয়া আলি' গানের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। অসমিয়া সিনেমার গানে তিনি অবশ্য তার আগে থেকেই প্রতিষ্ঠিত গায়ক। শুধুমাত্র হিন্দিই নয়, একাধিক বাংলা সিনেমাতেও গান গেয়েছেন তিনি। গান ছিল তাঁর জীবন। তবে অনেকেই জানেন না জুবিনের আরও একটি ভালবাসার কথা।
'ইয়া আলি' গানের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। অসমিয়া সিনেমার গানে তিনি অবশ্য তার আগে থেকেই প্রতিষ্ঠিত গায়ক। শুধুমাত্র হিন্দিই নয়, একাধিক বাংলা সিনেমাতেও গান গেয়েছেন তিনি। গান ছিল তাঁর জীবন। তবে অনেকেই জানেন না জুবিনের আরও একটি ভালবাসার কথা।
advertisement
3/6
জুবিনের ভালবাসা ছিল ফুটবল। অসমের উঠতি ফুটবলারদের উন্নতিতে তিনি ভাল কিছু করতে চেয়েছিলেন। গুয়াহাটি এফসি ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া জানানো হল, জুবিন ক্লাবের জন্য কী কী করেছিলেন।
জুবিনের ভালবাসা ছিল ফুটবল। অসমের উঠতি ফুটবলারদের উন্নতিতে তিনি ভাল কিছু করতে চেয়েছিলেন। গুয়াহাটি এফসি ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া জানানো হল, জুবিন ক্লাবের জন্য কী কী করেছিলেন।
advertisement
4/6
গুয়াহাটি সিটি এফসির পোস্টে লেখা হয়- 'জুবিনের স্বপ্ন ছিল  গুয়াহাটি সিটি এফসি থেকে যেন বিশ্বমানের ফুটবলার উঠে আসে। স্থানীয় ফুটবলাদের জন্য ও বড় কিছু করতে চেয়েছিল। অনেক ফুটবলারকে ও সহায়তা করেছে। জুবিনের সেই চেষ্টা আমরা বিফলে যেতে দেব না। ক্লাবের ফুটবলকে এগিয়ে নিয়ে যাব আমরা।'
গুয়াহাটি সিটি এফসির পোস্টে লেখা হয়- 'জুবিনের স্বপ্ন ছিল গুয়াহাটি সিটি এফসি থেকে যেন বিশ্বমানের ফুটবলার উঠে আসে। স্থানীয় ফুটবলাদের জন্য ও বড় কিছু করতে চেয়েছিল। অনেক ফুটবলারকে ও সহায়তা করেছে। জুবিনের সেই চেষ্টা আমরা বিফলে যেতে দেব না। ক্লাবের ফুটবলকে এগিয়ে নিয়ে যাব আমরা।'
advertisement
5/6
গুয়াহাটি এফসি ক্লাবের কর্তা কৌস্তভ চক্রবর্তী বলেছেন, 'জুবিন গর্গ আমাদের ক্লাবের জন্য় যা করেছেন, তা কখনই ভোলার নয়। ২০১৮ সালে এই ক্লাব স্থাপিত হয়েছিল। তখন আমাদের জন্য জুবিন নিজের সেরাটা দিয়ে সাহায্য করেছিলেন। সেসব দিন আমরা কখনও ভুলব না।'
গুয়াহাটি এফসি ক্লাবের কর্তা কৌস্তভ চক্রবর্তী বলেছেন, 'জুবিন গর্গ আমাদের ক্লাবের জন্য় যা করেছেন, তা কখনই ভোলার নয়। ২০১৮ সালে এই ক্লাব স্থাপিত হয়েছিল। তখন আমাদের জন্য জুবিন নিজের সেরাটা দিয়ে সাহায্য করেছিলেন। সেসব দিন আমরা কখনও ভুলব না।'
advertisement
6/6
ফুটবলই তাঁর প্রথম ভালবাসা, এ কথা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন জুবিন। ২০১৮ সালে রাশিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপে গিয়ে মস্কোর লুজনিকি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে একটি ফেসবুক লাইভও করেছিলেন। অসমের ফুটবল ও ফুটবলারদের সর্বতভাবে সাহায্য করতে চেয়েছিলেন জুবিন। তবে সেসব কাজ অসম্পূর্ণ থেকে গেল।
ফুটবলই তাঁর প্রথম ভালবাসা, এ কথা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন জুবিন। ২০১৮ সালে রাশিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপে গিয়ে মস্কোর লুজনিকি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে একটি ফেসবুক লাইভও করেছিলেন। অসমের ফুটবল ও ফুটবলারদের সর্বতভাবে সাহায্য করতে চেয়েছিলেন জুবিন। তবে সেসব কাজ অসম্পূর্ণ থেকে গেল।
advertisement
advertisement
advertisement