হ্যাজেল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের শখ ছিল তাঁর। হ্যারি পটার সিরিজের তিনটি ছবিতে কাজ করেছেন হ্যাজেল। এর পর বলিউডে পা রাখেন তিনি। সালমান খানের ছবি বডিগার্ড-এ দেখা গিয়েছিল তাঁকে। ওই ছবিতে তিনি করিনা কাপুরের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে তিনি বিগ বস-এও ছিলেন।
যুবরাজ হ্যাজেলকে খুব ভালোবাসতেন। একবার তিনি হ্যাজেলের জন্য একটি ছেলেকে ধমকও দিয়েছিলেন। যুবরাজ একবার তাঁর ফেসবুক দেখে জানতে পারন, দুজনের ফ্রেন্ডলিস্টে একজন কমন ফ্রেন্ড দেখা যাচ্ছে। যুবরাজ ছেলেটিকে হুমকি দেন এবং বলেন, একদিনের মধ্যে হ্যাজেলকে বিয়ে করবেন তিনি। যুবরাজ একটি সাক্ষাত্কারে বলেছিলেন, হ্যাজেল তিন মাস পরে তাঁর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলেন। তার পরই শুরু হয় নানা ঘটনা।