Yearender 2018: গুডবাই এবি-কুক-গোতি, এবছর ক্রিকেটকে বিদায় তিন তারকার

Last Updated:
1/4
২০১৮-তেই আবার অনেকে নিজের প্রিয় খেলা থেকে সরে গেলেন। অবসর নিলেন তিন তারকা ক্রিকেটার। প্রথমজন এবি ডেভিলিয়ার্স। বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। তারপরই হঠা‍ৎই চোট পান। ঘরের মাঠেই কামব্যাক হয়। তারপরই হঠাৎই সবাইকে অবাক করে ছোটবেলার মাঠ থেকে একটা ভিডিও বার্তা। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হল এবি যুগ।
২০১৮-তেই আবার অনেকে নিজের প্রিয় খেলা থেকে সরে গেলেন। অবসর নিলেন তিন তারকা ক্রিকেটার। প্রথমজন এবি ডেভিলিয়ার্স। বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। তারপরই হঠা‍ৎই চোট পান। ঘরের মাঠেই কামব্যাক হয়। তারপরই হঠাৎই সবাইকে অবাক করে ছোটবেলার মাঠ থেকে একটা ভিডিও বার্তা। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হল এবি যুগ।
advertisement
2/4
বিশ্বকাপ না জিতলেও তিনি ক্রিকেট বিশ্বের একজন সম্মানীয় চরিত্র। ২০১৫-র বিশ্বকাপ সেমিতে হারা এখনও তাড়া করে বেড়ায় এবিকে। দ্বিতীয় জন অ্যালিস্টার কুক। টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে বছরটা মোটেই ভাল কাটছিল না তাঁর। টানা অফ ফর্মে কুক হটাওয়ের ডাক প্রাক্তনদের।
বিশ্বকাপ না জিতলেও তিনি ক্রিকেট বিশ্বের একজন সম্মানীয় চরিত্র। ২০১৫-র বিশ্বকাপ সেমিতে হারা এখনও তাড়া করে বেড়ায় এবিকে। দ্বিতীয় জন অ্যালিস্টার কুক। টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে বছরটা মোটেই ভাল কাটছিল না তাঁর। টানা অফ ফর্মে কুক হটাওয়ের ডাক প্রাক্তনদের।
advertisement
3/4
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ব্যাট তুলে রাখলেন মিস্টার কুক। কেরিয়ারের শেষ ইনিংসেও ইতিহাসে ঢুকে পড়লেন প্রাক্তন অধিনায়ক। ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি ছিল। আর কেরিয়ারের শেষ টেস্টেও সেঞ্চুরি কুকের ব্যাটে। সেই ভারতের বিরুদ্ধেই।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ব্যাট তুলে রাখলেন মিস্টার কুক। কেরিয়ারের শেষ ইনিংসেও ইতিহাসে ঢুকে পড়লেন প্রাক্তন অধিনায়ক। ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি ছিল। আর কেরিয়ারের শেষ টেস্টেও সেঞ্চুরি কুকের ব্যাটে। সেই ভারতের বিরুদ্ধেই।
advertisement
4/4
শেষ জন গৌতম গম্ভীর। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। আইপিএলেও অধিনায়কত্ব ছেড়েছেন। একটা ভিডিও বার্তাতে স্বীকারোক্তি, মোটিভেশন পাচ্ছেন না। তাই খেলা ছাড়ার সিদ্ধান্ত। কেরিয়ারের শেষ ম্যাচটা খেললেন ঘরের মাঠে। রঞ্জিতে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে। ঝকঝকে সেঞ্চুরিতে কেরিয়ার শেষ করলেন নেপথ্য নায়ক।
শেষ জন গৌতম গম্ভীর। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। আইপিএলেও অধিনায়কত্ব ছেড়েছেন। একটা ভিডিও বার্তাতে স্বীকারোক্তি, মোটিভেশন পাচ্ছেন না। তাই খেলা ছাড়ার সিদ্ধান্ত। কেরিয়ারের শেষ ম্যাচটা খেললেন ঘরের মাঠে। রঞ্জিতে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে। ঝকঝকে সেঞ্চুরিতে কেরিয়ার শেষ করলেন নেপথ্য নায়ক।
advertisement
advertisement
advertisement