২০১৮-তেই আবার অনেকে নিজের প্রিয় খেলা থেকে সরে গেলেন। অবসর নিলেন তিন তারকা ক্রিকেটার। প্রথমজন এবি ডেভিলিয়ার্স। বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। তারপরই হঠাৎই চোট পান। ঘরের মাঠেই কামব্যাক হয়। তারপরই হঠাৎই সবাইকে অবাক করে ছোটবেলার মাঠ থেকে একটা ভিডিও বার্তা। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হল এবি যুগ।
শেষ জন গৌতম গম্ভীর। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। আইপিএলেও অধিনায়কত্ব ছেড়েছেন। একটা ভিডিও বার্তাতে স্বীকারোক্তি, মোটিভেশন পাচ্ছেন না। তাই খেলা ছাড়ার সিদ্ধান্ত। কেরিয়ারের শেষ ম্যাচটা খেললেন ঘরের মাঠে। রঞ্জিতে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে। ঝকঝকে সেঞ্চুরিতে কেরিয়ার শেষ করলেন নেপথ্য নায়ক।