IPL 2022: দেশকে বিশ্বকাপ জেতালেও আইপিএলে বসে বসেই কেটে যাচ্ছে এই পাঁচ তারকার

Last Updated:
Ipl 2022: দেশকে বিশ্বকাপ জিতিয়েও আইপিএলে বেঞ্চে বসেই কেটে গেল এই তারকাদের।
1/6
দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। তবুও আইপিএলে বেঞ্চে বসেই কেটে যাচ্ছে তাঁদের। আয়ূশ বাদোনি, উমরান মালিক, জীতেশ শর্মারা খেলার সুযোগ পেয়েছেন। তবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলা অনেক তারকা আইপিএলে এখনও খেলার সুযোগ পাননি।
দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। তবুও আইপিএলে বেঞ্চে বসেই কেটে যাচ্ছে তাঁদের। আয়ূশ বাদোনি, উমরান মালিক, জীতেশ শর্মারা খেলার সুযোগ পেয়েছেন। তবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলা অনেক তারকা আইপিএলে এখনও খেলার সুযোগ পাননি।
advertisement
2/6
ইয়াশ ধুলের মতো তারকা আইপিএল ২০২২-এ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিশ্বকাজয়ী অধিনায়ক তিনি। যুব বিশ্বকাপে চার ম্যাচে খেলে ২২৯ রান করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছিল।
ইয়াশ ধুলের মতো তারকা আইপিএল ২০২২-এ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিশ্বকাজয়ী অধিনায়ক তিনি। যুব বিশ্বকাপে চার ম্যাচে খেলে ২২৯ রান করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছিল।
advertisement
3/6
রাজ্যবর্ধন হ্যাঙ্গরগেকরের ভারতের অনূ্ধ্ব-১৯ দলের বিশ্বকাজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল। টুর্নামেন্টে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংস তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল।
রাজ্যবর্ধন হ্যাঙ্গরগেকরের ভারতের অনূ্ধ্ব-১৯ দলের বিশ্বকাজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল। টুর্নামেন্টে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংস তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল।
advertisement
4/6
২৫২ রান, সঙ্গে ৯ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাণ্ডব করেছিলেন রাজ বাবা। ২০ লাখ টাকায় এই অলরাউন্ডারকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। তবে আইপিএল ২০২২-এ তাঁকে মাত্র দুটি ম্যাচে খেলিয়েছে তারা। একটি ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি। আরেকটি ১১ রান করেছিলেন।
২৫২ রান, সঙ্গে ৯ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাণ্ডব করেছিলেন রাজ বাবা। ২০ লাখ টাকায় এই অলরাউন্ডারকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। তবে আইপিএল ২০২২-এ তাঁকে মাত্র দুটি ম্যাচে খেলিয়েছে তারা। একটি ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি। আরেকটি ১১ রান করেছিলেন।
advertisement
5/6
অনীশ্বর গৌতমকে আরসিবি দলে নিয়েছিল ২০ লাখ টাকায়। বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিল গৌতম। আইপিএল ২০২২-এ বেঞ্চে বসেই কেটে গেল অনীশ্বরের।
অনীশ্বর গৌতমকে আরসিবি দলে নিয়েছিল ২০ লাখ টাকায়। বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিল গৌতম। আইপিএল ২০২২-এ বেঞ্চে বসেই কেটে গেল অনীশ্বরের।
advertisement
6/6
ভিকি ওস্তওয়াল বাঁ-হাতি স্পিনার। অনূ্র্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ১২টি উইকেট নেন তিনি। দিল্লি ক্যাপিটালস তাঁকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। অক্ষর প্যাটেলের বদলে তাঁকে একটি ম্যাচেও খেলায়নি দিল্লি।
ভিকি ওস্তওয়াল বাঁ-হাতি স্পিনার। অনূ্র্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ১২টি উইকেট নেন তিনি। দিল্লি ক্যাপিটালস তাঁকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। অক্ষর প্যাটেলের বদলে তাঁকে একটি ম্যাচেও খেলায়নি দিল্লি।
advertisement
advertisement
advertisement