WTC Final 2023, IND vs AUS: হেড ও স্মিথের অপরাজিত ২৫১ রানারে পার্টনারশিপ, ওভালে প্রথম দিনের শেষে চাপে ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, India vs Australia: ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। প্রথম সেশনে ভাল বোলিং করলেও হেড ও স্মিথের ব্যাটিংয়ে ম্যাচের রাশ হারায় ভারত।
advertisement
advertisement
advertisement
লাঞ্চের পর শুরুতেই মহম্মদ শামির বলে ২৬ রান করে আউট হন মার্নাস লাবুশানে। এরপর স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড দলের রাশ ধরেন। হেড ও স্মিথ দুজনে অর্ধশতরানে পার্টনারশিপ পূরণ করেন। নিজের অর্ধশতরান পূরণ করেন হেড। চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া স্কোর ১৭০ রানে ৩ উইকেট। ৬০ রানে অপরাজিত হেড ও ৩৩ রানে অপরাজিত স্মিথ।
advertisement
advertisement
অপরদিকে, ঠাণ্ডা মাথায় নিজের অর্ধশতরান পূরণ করেন স্টিভ স্মিথ। ২০০ রানের পার্টনারশিপও পূরণ করেন দুই তারকা। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৩২৭ রানে ৩ উইকেট। ১৪৬ রানে হেড ও ৯৫ রানে স্মিথ অপরাজিত। ২৫১ রান জুটিতে যোগ করেছেন তারা। যা চতুর্থ উইকেটে ভারতের নিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্যাটারদের তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। ফলে প্রথম দিনের শেষে অ্যাডভান্ডেজ অস্ট্রেলিয়া মানতেই হবে।