WTC Final 2023, IND vs AUS: ওভালে দুরন্ত শুরু ভারতের, সিরাজ-শার্দুল-শামিদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

Last Updated:
WTC Final 2023, India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়ার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের প্রথম সেশনেই হাড্ডাহাড্ডা ক্রিকেট দেখল ক্রীড়া প্রেমিরা। তবে প্রথম সেশন থাকল ভারতীয় ক্রিকেট দলের নামে।
1/6
ভারত বনাম অস্ট্রেলিয়ার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের প্রথম সেশনেই হাড্ডাহাড্ডা ক্রিকেট দেখল ক্রীড়া প্রেমিরা। তবে প্রথম সেশন থাকল ভারতীয় ক্রিকেট দলের নামে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের প্রথম সেশনেই হাড্ডাহাড্ডা ক্রিকেট দেখল ক্রীড়া প্রেমিরা। তবে প্রথম সেশন থাকল ভারতীয় ক্রিকেট দলের নামে।
2/6
মেগা ম্যাচেম্যাচে টস ভাগ্য সাথ দেয় ভারতের। জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল অশ্বিনকে বাদ দিয়ে ৪ পেসার ও এক স্পিনার নিয়ে নামে ওভালে।
মেগা ম্যাচেম্যাচে টস ভাগ্য সাথ দেয় ভারতের। জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল অশ্বিনকে বাদ দিয়ে ৪ পেসার ও এক স্পিনার নিয়ে নামে ওভালে।
3/6
প্রথম দিনের সতেজ উইকেটে শুরুটা ভালো করেন দুই ভারতীয় পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। তার ফলও মেলে। ২ রানে প্রথম উইকেট পড়ে অজিদের। শূন্য রানে সিরাজের বলে আউট হন খোয়াজা।
প্রথম দিনের সতেজ উইকেটে শুরুটা ভালো করেন দুই ভারতীয় পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। তার ফলও মেলে। ২ রানে প্রথম উইকেট পড়ে অজিদের। শূন্য রানে সিরাজের বলে আউট হন খোয়াজা।
4/6
এরপর অস্ট্রেলিয়ার ইনিংসকে কিছুটা সামাল গিলে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন মিলে এগিয়ে নিয়ে যান তদলের স্কোর বোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুই তারকা।
এরপর অস্ট্রেলিয়ার ইনিংসকে কিছুটা সামাল গিলে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন মিলে এগিয়ে নিয়ে যান তদলের স্কোর বোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুই তারকা।
5/6
জুটিতে ৬৯ রান যোগ করার পর দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। বল হাতে ফের একবার ত্রাতার ভূমিকায় লর্ড শার্দুল। ব্যক্তিগত ৪৩ রান করে শার্দুল ঠাকুরের বলে পুল মারতে গিয়ে কেএস ভরতের হাতে ক্যাচ আউট হন ওয়ার্নার।
জুটিতে ৬৯ রান যোগ করার পর দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। বল হাতে ফের একবার ত্রাতার ভূমিকায় লর্ড শার্দুল। ব্যক্তিগত ৪৩ রান করে শার্দুল ঠাকুরের বলে পুল মারতে গিয়ে কেএস ভরতের হাতে ক্যাচ আউট হন ওয়ার্নার।
6/6
লাঞ্চের আগে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়ে অস্ট্রেলিয়ার উপর। লাঞ্চ পর্যন্ত ব্যাগি গ্রিনদের স্কোর ৭৩ রানে দুই উইকেট। ২৬ রানে অপরাজিত রয়েছেন মার্নাস লাবুশানে ও ২ রানে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।
লাঞ্চের আগে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়ে অস্ট্রেলিয়ার উপর। লাঞ্চ পর্যন্ত ব্যাগি গ্রিনদের স্কোর ৭৩ রানে দুই উইকেট। ২৬ রানে অপরাজিত রয়েছেন মার্নাস লাবুশানে ও ২ রানে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।