দেশের হয়ে পদক জেতা ক্রীড়াবিদরা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন! গায়ে হাতও পড়ল!

Last Updated:
Wrestlers Protest: 'দেশের জন্য পদক জিতে আনি কি এই দিন দেখব বলে!' কাঁদছেন দেশকে গর্বিত করা ক্রীড়াবিদরা।
1/5
ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। যন্তর মন্তরে বিক্ষোভ দেখান কুস্তিগীররা। দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দেশের হয়ে পদক জয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাটরা কাঁদলেন রাস্তায় দাঁড়িয়ে। কুস্তিগীররা অভিযোগ করেছেন, দিল্লির যন্তর মন্তরে একদল মাতাল পুলিশ কর্মী তাঁদের লাঞ্ছিত করে।
ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। যন্তর মন্তরে বিক্ষোভ দেখান কুস্তিগীররা। দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দেশের হয়ে পদক জয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাটরা কাঁদলেন রাস্তায় দাঁড়িয়ে। কুস্তিগীররা অভিযোগ করেছেন, দিল্লির যন্তর মন্তরে একদল মাতাল পুলিশ কর্মী তাঁদের লাঞ্ছিত করে।
advertisement
2/5
কুস্তিগীরদের অভিযোগ, পুলিশ অফিসাররা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং মহিলা কুস্তিগীরদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। পিটিআই-এর সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন কুস্তিগীর রাজবীর বলেছেন, "বৃষ্টির কারণে গদিগুলি ভিজে গিয়েছিল, তাই আমরা ঘুমানোর জন্য অন্য বিছানা নিয়ে আসছিলাম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। মাতাল অবস্থায় পুলিশ কর্মী ধর্মেন্দ্র কুস্তিগীর ভিনেশ ফোগাটকে গালিগালাজ করেন এবং আমাদের মারধর করেন।
কুস্তিগীরদের অভিযোগ, পুলিশ অফিসাররা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং মহিলা কুস্তিগীরদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। পিটিআই-এর সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন কুস্তিগীর রাজবীর বলেছেন, "বৃষ্টির কারণে গদিগুলি ভিজে গিয়েছিল, তাই আমরা ঘুমানোর জন্য অন্য বিছানা নিয়ে আসছিলাম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। মাতাল অবস্থায় পুলিশ কর্মী ধর্মেন্দ্র কুস্তিগীর ভিনেশ ফোগাটকে গালিগালাজ করেন এবং আমাদের মারধর করেন।
advertisement
3/5
ভিনেশ ফোগট বলেছেন, আমরা তো অপরাধী নই। তা হলে আমাদের সঙ্গে এমন ব্যবহার কেন! প্রতিবাদ করতে এসে এত অপমান!
ভিনেশ ফোগট বলেছেন, আমরা তো অপরাধী নই। তা হলে আমাদের সঙ্গে এমন ব্যবহার কেন! প্রতিবাদ করতে এসে এত অপমান!
advertisement
4/5
সাক্ষী মালিক বলেন, এই দিন দেখব বলে দেশের হয়ে পদক জিতে আসি! পুলিশ কর্মীরা অকথ্য ভাষায় গালাগালাজ করেছে মহিলা কুস্তিগীরদের।
সাক্ষী মালিক বলেন, এই দিন দেখব বলে দেশের হয়ে পদক জিতে আসি! পুলিশ কর্মীরা অকথ্য ভাষায় গালাগালাজ করেছে মহিলা কুস্তিগীরদের।
advertisement
5/5
সাক্ষী মালিক আরও বলেন, পুলিশ চাইলে আমাদের মেরে ফেলুক। তবে এই প্রতিবাদ চলবে। আমরা দেশকে গর্বিত করি। আমাদের সঙ্গে এমন ব্যবহারে গোটা দেশের গর্জে ওঠা উচিৎ।
সাক্ষী মালিক আরও বলেন, পুলিশ চাইলে আমাদের মেরে ফেলুক। তবে এই প্রতিবাদ চলবে। আমরা দেশকে গর্বিত করি। আমাদের সঙ্গে এমন ব্যবহারে গোটা দেশের গর্জে ওঠা উচিৎ।
advertisement
advertisement
advertisement