এছাড়া কেকেআরের দল না পাওয়া ও প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে সৌরভ বলেন, কলকাতা বিড করেছিল। দল পায়নি সেটা হতেই পারে। তবে প্রতিযোগিতা ৫ দলে আটকে থাকবে না আরও বাড়বে তখন কলকাতা থেকে দল থাকবে বলে বিশ্বাস করি। সবে তো শুরু। এই মহিলা আইপিএলে ভবিষ্যতে পুরুষদের আইপিএলের মতই বড় হবে।