ঝুলনের বাবা-মা চেয়েছিলেন, তিনি যেন পড়াশোনা করে ভাল চাকরি করেন। কিন্তু ঝুলন বেছে নেন ক্রিকেটের পথ। অনুশীলনে যেতে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা বাসে যেতে হতো। ক্রিকেটে তাঁর ভাল পারফরম্যান্সের ভিত্তিতে ২০১০ সালে অর্জুন পুরস্কার এবং ২০১২ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। ২০০৭ সালে তিনি আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারও হন।
ঝুলন গোস্বামী আন্তর্জাতিক কেরিয়ারে ১২ টেস্টে ৪৪ উইকেট নিয়েছেন। তাঁর সেরা পারফরম্যান্স ২৫ রানে ৪ উইকেট। একই সঙ্গে ১৯৭টি ওয়ানডেতে ২৪৮ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। ঝুলনের সেরা পারফরম্যান্স ৩১ রানে ৬ উইকেট। ৭ বার ৪টি ও ২ বার ৫টি উইকেট পেয়েছেন একই ম্যাচে। এর বাইরে ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৫৬টি উইকেট নিয়েছেন।