Wimbledon 2023: উইম্বলডনের ইতিহাসে প্রথমবার, মহিলাদের ফাইনালে যা ঘটালেন মার্কেতা ভন্দ্রোসোভা

Last Updated:
Wimbledon 2023: উইম্বলডন মহিলাদের ফাইনাল জিতে নয়া ইতিহাস তৈরি করলেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা টিউনিশিয়ার ওনস জাবেরকে হারিয়ে জিতলেন কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম।
1/6
উইম্বলডন মহিলাদের ফাইনাল জিতে নয়া ইতিহাস তৈরি করলেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি।
উইম্বলডন মহিলাদের ফাইনাল জিতে নয়া ইতিহাস তৈরি করলেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি।
advertisement
2/6
ফাইনালে মার্কেতা ভন্দ্রোসোভার প্রতিপক্ষ ছিল টিউনিশিয়ার ওনস জাবের। দুজনের মধ্যে জোর টক্কর হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে ম্যচ জিতে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ভন্দ্রোসোভা।
ফাইনালে মার্কেতা ভন্দ্রোসোভার প্রতিপক্ষ ছিল টিউনিশিয়ার ওনস জাবের। দুজনের মধ্যে জোর টক্কর হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে ম্যচ জিতে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ভন্দ্রোসোভা।
advertisement
3/6
প্রথম দুটি সেটেই একটা সময় ২-৪ ও ৩-৪-এ পিছিয়ে ছিলেন মার্কেতা ভন্দ্রোসোভা। সেখান থেকে কামব্যাক করে স্ট্রেট সেটে ফাইনাল জেতা মোটেই সহজ কাজ নয়। যা করে দেখালেন ভন্দ্রোসোভা। খেলা ফল ৬-৪, ৬-৪।
প্রথম দুটি সেটেই একটা সময় ২-৪ ও ৩-৪-এ পিছিয়ে ছিলেন মার্কেতা ভন্দ্রোসোভা। সেখান থেকে কামব্যাক করে স্ট্রেট সেটে ফাইনাল জেতা মোটেই সহজ কাজ নয়। যা করে দেখালেন ভন্দ্রোসোভা। খেলা ফল ৬-৪, ৬-৪।
advertisement
4/6
ভন্দ্রোসোভার জয়ের সঙ্গে বজায় থাকল শেষ ৬ বছর ধরে মহিলা উইম্বলডনের ধারা। কারণ ২০১৭ সাল থেকেই মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড়াই খেতাব ধরে রাখতে পারেননি। ফের এক নতুন চ্যাম্পিয়নকে পেল অল ইংল্যান্ড ক্লাব।
ভন্দ্রোসোভার জয়ের সঙ্গে বজায় থাকল শেষ ৬ বছর ধরে মহিলা উইম্বলডনের ধারা। কারণ ২০১৭ সাল থেকেই মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড়াই খেতাব ধরে রাখতে পারেননি। ফের এক নতুন চ্যাম্পিয়নকে পেল অল ইংল্যান্ড ক্লাব।
advertisement
5/6
দীর্ঘদিন ধরে চোট সমস্যায় ভুগতে হয়েছে মার্কেতা ভন্দ্রোসোভাকে। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে গ্র্যান্ডস্ল্যাম জেতা ও তাও আবার অবাছাই হিসেবে। চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরীর কাছে তা স্বপ্নের মত। বলেন,"চোটের পরে এই উচ্চতাতেই নিজেকে দেখতে চাইছিলাম। ভাল লাগছে যে সেই জায়গায় পৌঁছতে পেরেছি।"
দীর্ঘদিন ধরে চোট সমস্যায় ভুগতে হয়েছে মার্কেতা ভন্দ্রোসোভাকে। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে গ্র্যান্ডস্ল্যাম জেতা ও তাও আবার অবাছাই হিসেবে। চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরীর কাছে তা স্বপ্নের মত। বলেন,"চোটের পরে এই উচ্চতাতেই নিজেকে দেখতে চাইছিলাম। ভাল লাগছে যে সেই জায়গায় পৌঁছতে পেরেছি।"
advertisement
6/6
এই জয় আরও একটি কারণে ভন্দ্রোসোভার কাছে স্পেশাল। কারণ রবিবার তাঁর বিবাহ বার্ষিকী। তার আগের দিন জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়। ফলে পরিবারেক সকলকে নিয়ে সেলিব্রেশনের কথাও জানান টেনিস সুন্দরী।
এই জয় আরও একটি কারণে ভন্দ্রোসোভার কাছে স্পেশাল। কারণ রবিবার তাঁর বিবাহ বার্ষিকী। তার আগের দিন জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়। ফলে পরিবারেক সকলকে নিয়ে সেলিব্রেশনের কথাও জানান টেনিস সুন্দরী।
advertisement
advertisement
advertisement