উইম্বলডন চ্যাম্পিয়নশিপের সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনে একগুচ্ছ তারকা রবিবার দিনের খেলা শুরুর আগে ভিড় জমিয়েছিলেন। রাফায়েল নাদাল থেকে বিয়র্ন বর্গ, কে ছিল না সেখানে। এই অনুষ্ঠানের জন্য রজার ফেডেরারকেও আহ্বান জানানো হয়েছিল। খেলোয়াড়ের পোশাকে নয়, তিনি অবশ্য সেন্টার কোর্টে প্রবল জনসমর্থনের মাঝে এলেন স্যুট পরে। সমর্থকদের জানালেন তিনি আবারও উইম্বলডনে কোর্টে নামতে চান। (Wimbledon 2022)