Pakistan in t20 World cup 2026: আর লুকোচুরি নয় পাকিস্তানের! টি২০ বিশ্বকাপ নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন পাক অধিনায়ক আগা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pakistan in t20 World cup 2026: পাকিস্তান কি আদৌ টি২০ বিশ্বকাপে খেলবে, সময় শেষ হয়ে আসছে পাকিস্তানের জন্য। এরপরে যদি পাকিস্তান বিশ্বকাপ না খেলে তা হলে বড় বিপাকে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
advertisement
ক্রিকেটপ্রেমি আছে পাকিস্তান-এর টি২০ World Cup-এ অংশগ্রহণ নিয়ে। Prime Minister Shehbaz Sharif-এর সঙ্গে কথা বলার পর, Naqvi আজ অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছিলেন। যদিও এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, রিপোর্ট বলছে Salman Ali Agha-র স্কোয়াড ইতিমধ্যেই Colombo-র ফ্লাইট বুক করেছে। এই নাটকীয়তার মধ্যে, শোনা যাচ্ছে নকভি প্রধানমন্ত্রীকে বলেছেন ICC-এর সঙ্গে "ভাল সম্পর্ক" রাখা দরকার।
advertisement
advertisement
advertisement






