advertisement

Pakistan in t20 World cup 2026: আর লুকোচুরি নয় পাকিস্তানের! টি২০ বিশ্বকাপ নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন পাক অধিনায়ক আগা

Last Updated:
Pakistan in t20 World cup 2026: পাকিস্তান কি আদৌ টি২০ বিশ্বকাপে খেলবে, সময় শেষ হয়ে আসছে পাকিস্তানের জন্য। এরপরে যদি পাকিস্তান বিশ্বকাপ না খেলে তা হলে বড় বিপাকে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
1/5
পাকিস্তান কি আদৌ টি২০ বিশ্বকাপে খেলবে, সময় শেষ হয়ে আসছে পাকিস্তানের জন্য। এরপরে যদি পাকিস্তান বিশ্বকাপ না খেলে তা হলে বড় বিপাকে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। PCB Chairman Mohsin Naqvi-র দেওয়া প্রথম সময়সীমা এসে গিয়েছে, আর পাকিস্তান আদৌ খেলবে কি না তা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায়।
পাকিস্তান কি আদৌ টি২০ বিশ্বকাপে খেলবে, সময় শেষ হয়ে আসছে পাকিস্তানের জন্য। এরপরে যদি পাকিস্তান বিশ্বকাপ না খেলে তা হলে বড় বিপাকে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। PCB Chairman Mohsin Naqvi-র দেওয়া প্রথম সময়সীমা এসে গিয়েছে, আর পাকিস্তান আদৌ খেলবে কি না তা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায়।
advertisement
2/5
ক্রিকেটপ্রেমি আছে পাকিস্তান-এর টি২০ World Cup-এ অংশগ্রহণ নিয়ে। Prime Minister Shehbaz Sharif-এর সঙ্গে কথা বলার পর, Naqvi আজ অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছিলেন। যদিও এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, রিপোর্ট বলছে Salman Ali Agha-র স্কোয়াড ইতিমধ্যেই Colombo-র ফ্লাইট বুক করেছে। এই নাটকীয়তার মধ্যে, শোনা যাচ্ছে নকভি প্রধানমন্ত্রীকে বলেছেন ICC-এর সঙ্গে
ক্রিকেটপ্রেমি আছে পাকিস্তান-এর টি২০ World Cup-এ অংশগ্রহণ নিয়ে। Prime Minister Shehbaz Sharif-এর সঙ্গে কথা বলার পর, Naqvi আজ অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছিলেন। যদিও এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, রিপোর্ট বলছে Salman Ali Agha-র স্কোয়াড ইতিমধ্যেই Colombo-র ফ্লাইট বুক করেছে। এই নাটকীয়তার মধ্যে, শোনা যাচ্ছে নকভি প্রধানমন্ত্রীকে বলেছেন ICC-এর সঙ্গে "ভাল সম্পর্ক" রাখা দরকার।
advertisement
3/5
পুরো ক্রিকেট দুনিয়া যখন PCB প্রধান Mohsin Naqvi-র কাছ থেকে পাকিস্তান-এর টি২০ World Cup ২০২৬ অভিযান নিয়ে স্পষ্টতা চায়, তখন অধিনায়ক সলমন আগা টুর্নামেন্টের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন।
পুরো ক্রিকেট দুনিয়া যখন PCB প্রধান Mohsin Naqvi-র কাছ থেকে পাকিস্তান-এর টি২০ World Cup ২০২৬ অভিযান নিয়ে স্পষ্টতা চায়, তখন অধিনায়ক সলমন আগা টুর্নামেন্টের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন।
advertisement
4/5
পাক অধিনায়ক বলেন,
পাক অধিনায়ক বলেন, "হ্যাঁ, আমি ভবিষ্যতে তিন নম্বরে ব্যাটিং করব।" তিনি আরও বলেন, "আমরা অনেক স্পিনারের মুখোমুখি হবো বলে আশা করছি, আর আমি বিশ্বাস করি Powerplay-তে স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলতে পারব। এই কারণেই আমি উপরে উঠেছি, আর এখানেই থাকব," তিনি যোগ করেছেন।
advertisement
5/5
Pakistan Cricket Board (PCB) পুরোপুরি টি২০ World Cup থেকে সরে আসবে, এটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ এমন সিদ্ধান্ত ICC Tournament Participation Agreement-এর লঙ্ঘন করা হবে। বিশেষজ্ঞদের মতে, এতে PCB-র বছরে প্রায় $৩৪.৫ মিলিয়ন ICC-র রেভিনিউ হারানোর ঝুঁকি আছে।
Pakistan Cricket Board (PCB) পুরোপুরি টি২০ World Cup থেকে সরে আসবে, এটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ এমন সিদ্ধান্ত ICC Tournament Participation Agreement-এর লঙ্ঘন করা হবে। বিশেষজ্ঞদের মতে, এতে PCB-র বছরে প্রায় $৩৪.৫ মিলিয়ন ICC-র রেভিনিউ হারানোর ঝুঁকি আছে।
advertisement
advertisement
advertisement