KKR Coach : গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতের পর কেকেআরের কোচ কে? উঠে এল তারকার নাম

Last Updated:
KKR Head Coach- কেকেআরের মতো হাইপ্রোফাইল দল কোনও নামী কাউকে পরবর্তী কোচ হিসেবে বাছতে পারে, এমনস আন্দাজ করেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত ভেসে উঠছে অভিষেক নায়ারের নাম। আপাতত তিনিই কেকেআরের সহকারী কোচ।
1/6
গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতের পর কে হবেন কেকেআরের কোচ! তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে কেকেআরের পরবর্তী কোচ নিয়ে কিছুটা আভাস পাওয়া গেল।
গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতের পর কে হবেন কেকেআরের কোচ! তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে কেকেআরের পরবর্তী কোচ নিয়ে কিছুটা আভাস পাওয়া গেল।
advertisement
2/6
শোনা যাচ্ছে অভিষেক নায়ার হতে পারেন কেকেআরের পরবর্তী কোচ। চন্দ্রকান্ত পণ্ডিত তিন বছর ধরে কেকেআরের দায়িত্ব সামলান। তবে নাইটরা আর তাঁকে রাখেনি। ফলে নতুন কোচের খোঁজ চলছিল।
শোনা যাচ্ছে অভিষেক নায়ার হতে পারেন কেকেআরের পরবর্তী কোচ। চন্দ্রকান্ত পণ্ডিত তিন বছর ধরে কেকেআরের দায়িত্ব সামলান। তবে নাইটরা আর তাঁকে রাখেনি। ফলে নতুন কোচের খোঁজ চলছিল।
advertisement
3/6
কেকেআরের মতো হাইপ্রোফাইল দল কোনও নামী কাউকে পরবর্তী কোচ হিসেবে বাছতে পারে, এমনস আন্দাজ করেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত ভেসে উঠছে অভিষেক নায়ারের নাম। আপাতত তিনিই কেকেআরের সহকারী কোচ।
কেকেআরের মতো হাইপ্রোফাইল দল কোনও নামী কাউকে পরবর্তী কোচ হিসেবে বাছতে পারে, এমনস আন্দাজ করেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত ভেসে উঠছে অভিষেক নায়ারের নাম। আপাতত তিনিই কেকেআরের সহকারী কোচ।
advertisement
4/6
সঞ্চালক রৌণক কাপুরের সঙ্গে কথা বলছিলেন অভিষেক নায়ার ও আকাশ চোপড়া।  নায়ার ইঙ্গিত দেন যে আগামী বছর কেকেআর দলের সব সিদ্ধান্ত তাঁকে নিতে হবে। অর্থাৎ তিনিই যে হেড কোচ হচ্ছেন, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি।
সঞ্চালক রৌণক কাপুরের সঙ্গে কথা বলছিলেন অভিষেক নায়ার ও আকাশ চোপড়া। নায়ার ইঙ্গিত দেন যে আগামী বছর কেকেআর দলের সব সিদ্ধান্ত তাঁকে নিতে হবে। অর্থাৎ তিনিই যে হেড কোচ হচ্ছেন, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি।
advertisement
5/6
নায়ার প্রধান কোচ হচ্ছেন নাকি মেন্টর, তা নিয়ে জল্পনা এখনও চলছে। যদিও কেকেআরে মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। সুতরাং, নায়ারের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বেশি।
নায়ার প্রধান কোচ হচ্ছেন নাকি মেন্টর, তা নিয়ে জল্পনা এখনও চলছে। যদিও কেকেআরে মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। সুতরাং, নায়ারের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
6/6
গত মাসে মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলের কোচ হয়েছেন নায়ার। অর্থাৎ, এর পর যদি তিনি কেকেআরের কোচ হন, তা হলে একসঙ্গে দুটো দল সামলাতে হবে তাঁকে। এদিকে, ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন কেকেআর দলের সহকারী কোচ ছিলেন নায়ার। ফলে তিনি এবার হেড কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
গত মাসে মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলের কোচ হয়েছেন অভিষেক নায়ার। অর্থাৎ, এর পর যদি তিনি কেকেআরের কোচ হন, তা হলে একসঙ্গে দুটো দল সামলাতে হবে তাঁকে। এদিকে, ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন কেকেআর দলের সহকারী কোচ ছিলেন নায়ার। ফলে তিনি এবার হেড কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
advertisement
advertisement