Who is Sheetal Devi: না নেই ওর দু হাতই নেই! মনের শক্তি অসীম, পা দিয়েই তিরন্দাজি, প্যারালিম্পিক্সে পদকের স্বপ্ন দেখানো শীতলের শিক্ষা কোথায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Who is Sheetal Devi:এশিয়ান প্যারা গেমস একাধিক সাফল্যের পর তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়৷ ২০২৩- র পারফরম্যান্সের ভিত্তিতে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে জানুয়ারির ২০২৪ তে সেই সম্মান গ্রহণ করেন জম্মু-কাশ্মীরের এই প্রতিভাশালী কিশোরী৷
advertisement
২০১৯ এ বদলে যায় শীতলের জীবন৷ দুই হাত ছাড়া জীবনের লড়াই কাটিয়ে নিয়ে যাচ্ছিল এই মেয়েটি৷ এই কিশোরী কিশতওয়ারে একটি যুব অনুষ্ঠানে যোগ দিয়েছিল, সেইখানে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নজরে পড়ে৷ এরপর সেনাবাহিনী কিশোরীকে জীবনের আরও কাছাকাছি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহয়তার হাত বাড়িয়ে দেয়৷ তাঁর শিক্ষাক্ষেত্রে সমর্থন করতে এগিয়ে আসে৷ চিকিৎসা ক্ষেত্রেও সহায়তা প্রদান করে সেনাবাহিনী৷
advertisement
ভারতীয় সেনাবাহিনী দ্বারা আয়োজিত যুব অনুষ্ঠানে, সেনা প্রশিক্ষক অভিলাষ চৌধুরী এবং কুলদীপ ওয়াধওয়ান মেয়েটির আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যান৷ তারা শীতলকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে প্রশিক্ষকরা মেয়েটিকে কৃত্রিম সামগ্রী অর্থাৎ আর্টিফিশিয়াল লিম্ব দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন৷ কিন্তু চিকিৎসকরা বলেছিলেন যে তাঁর ক্ষেত্রে প্রস্থেটিক লিম্ব বা আর্টিফিশিয়াল লিম্ব সম্ভব নয়। শীতলা কোচদের অবাক করে দিয়েছিলেন, সে দেখিয়ে দিয়েছিল যে সে পা ব্যবহার করতে পছন্দ করে৷ পা ব্যবহার করে গাছে উঠতে পারত ছোট শীতল৷
advertisement
advertisement
advertisement
advertisement
