Virat Kohli: বাড়িতে অনুষ্কার মতো সুন্দরী! বিরাট কোহলির 'প্রথম প্রেম' ছিল আরেক নায়িকা! কে? শুনুন

Last Updated:
Virat-Anushka- অনেকেই হয়তো জানেন না, কোহলির জীবনে অনুষ্কা প্রথম প্রেম নন। কোহলির মন মজেছিল আরেক বলিউড অভিনেত্রীর প্রতি। তিনি সেই অভিনেত্রীকে খুবই পছন্দ করতেন। আর সে কথা কোহলি নিজেই জানান এক সাক্ষাৎকারে।
1/6
 কেরিয়ারে আর কোনও আক্ষেপ হয়তো থাকল না বিরাট কোহলির। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল- সবই জেতা হয়ে গেল তাঁর। কোহলির এই উত্থান, সাফল্য চোখের সামনে দেখলেন তাঁর স্ত্রী অনুষ্কা।
কেরিয়ারে আর কোনও আক্ষেপ হয়তো থাকল না বিরাট কোহলির। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল- সবই জেতা হয়ে গেল তাঁর। কোহলির এই উত্থান, সাফল্য চোখের সামনে দেখলেন তাঁর স্ত্রী অনুষ্কা।
advertisement
2/6
যে কোনও পরিস্থিতি স্ত্রী অনুুষ্কা তাঁর কাছে অনুপ্রেরণার মতো। এই কথা কোহলি বারবার বলেছেন। অনুষ্কার থেকে তিনি জীবনের অনেক পাঠ নিয়েছেন বলেও কোহলি জানিয়েছেন। বিয়ের আগও ও পরে অনুষ্কা তাঁর মধ্যে অনেক পরিবর্তন এনেছেন বলেও জানান কোহলি।
যে কোনও পরিস্থিতি স্ত্রী অনুুষ্কা তাঁর কাছে অনুপ্রেরণার মতো। এই কথা কোহলি বারবার বলেছেন। অনুষ্কার থেকে তিনি জীবনের অনেক পাঠ নিয়েছেন বলেও কোহলি জানিয়েছেন। বিয়ের আগও ও পরে অনুষ্কা তাঁর মধ্যে অনেক পরিবর্তন এনেছেন বলেও জানান কোহলি।
advertisement
3/6
ব্রাজিলের মডেল ইজাবেল লেইট হোক বা তামান্না ভাটিয়া, একের পর মহিলার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছিল। সেসব তাঁর বিয়ের আগের কথা। অনুষ্কার সঙ্গে আলাপের পর কোহলি যেন একেবারে অন্যরকম! আর সেই থেকে অনুষ্কা আর তিনি পরস্পরকে যেন চোখে হারান!
ব্রাজিলের মডেল ইজাবেল লেইট হোক বা তামান্না ভাটিয়া, একের পর মহিলার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছিল। সেসব তাঁর বিয়ের আগের কথা। অনুষ্কার সঙ্গে আলাপের পর কোহলি যেন একেবারে অন্যরকম! আর সেই থেকে অনুষ্কা আর তিনি পরস্পরকে যেন চোখে হারান!
advertisement
4/6
অনেকেই হয়তো জানেন না, কোহলির জীবনে অনুষ্কা প্রথম প্রেম নন। কোহলির মন মজেছিল আরেক বলিউড অভিনেত্রীর প্রতি। তিনি সেই অভিনেত্রীকে খুবই পছন্দ করতেন। আর সে কথা কোহলি নিজেই জানান এক সাক্ষাৎকারে।
অনেকেই হয়তো জানেন না, কোহলির জীবনে অনুষ্কা প্রথম প্রেম নন। কোহলির মন মজেছিল আরেক বলিউড অভিনেত্রীর প্রতি। তিনি সেই অভিনেত্রীকে খুবই পছন্দ করতেন। আর সে কথা কোহলি নিজেই জানান এক সাক্ষাৎকারে।
advertisement
5/6
বিরাট কোহলি ছিলেন করিশ্মা কাপুরের ফ্যান। করিশ্মা কাপুরকে খুবই পছন্দ করতেন কোহলি। একটা সময় করিশ্মা কাপুরের কোনও সিনেমাই বাদ দেননি বলেও জানান কোহলি।
বিরাট কোহলি ছিলেন করিশ্মা কাপুরের ফ্যান। করিশ্মা কাপুরকে খুবই পছন্দ করতেন কোহলি। একটা সময় করিশ্মা কাপুরের কোনও সিনেমাই বাদ দেননি বলেও জানান কোহলি।
advertisement
6/6
নব্বইয়ের দশকে ‘প্রেম কয়েদি’ ছবির হাত ধরে বি-টাউনে পা রেখেছিলেন করিশ্মা কাপুর। সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিয়েছিলেন তিনি। আর পিছন ফিরে তাকাতে হয়নি করিশ্মাকে। তবে প্রেম কয়েদি ছবির পরেই অভিনেত্রীর কাকা ঋষি কাপুর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ ভাইঝিকে স্যুইমস্যুটে দেখে মেনে নিতে পারেননি তিনি। এতে কাকার উপর বেশ বিরক্ত হন করিশ্মা। পাল্টা জবাবও দিয়েছিলেন তিনি।
নব্বইয়ের দশকে ‘প্রেম কয়েদি’ ছবির হাত ধরে বি-টাউনে পা রেখেছিলেন করিশ্মা কাপুর। সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিয়েছিলেন তিনি। আর পিছন ফিরে তাকাতে হয়নি করিশ্মাকে। তবে প্রেম কয়েদি ছবির পরেই অভিনেত্রীর কাকা ঋষি কাপুর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ ভাইঝিকে স্যুইমস্যুটে দেখে মেনে নিতে পারেননি তিনি। এতে কাকার উপর বেশ বিরক্ত হন করিশ্মা। পাল্টা জবাবও দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement