Sourav Ganguly Biopic : মিমি চক্রবর্তী বাদ! সৌরভের বায়োপিকে 'ডোনা' কে? সিনেমায় এবার বড় চমক

Last Updated:
Sourav Ganguly Biopic- সিনেমায় সৌরভ এবং ডোনার প্রেমের পর্ব খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আজ সৌরভ এবং ডোনার বাড়িতে দীর্ঘক্ষণ রেইকি করেন ডিরেক্টর-সহ গোটা দল।
1/8
সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে কলকাতায় শুরু হয়ে গেল জোর প্রস্তুতি।  ছবির পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভরঞ্জন সহ গোটা প্রোডাকশন টিম কলকাতায় রেইকি করতে এসেছে।
সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে কলকাতায় শুরু হয়ে গেল জোর প্রস্তুতি। ছবির পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভরঞ্জন সহ গোটা প্রোডাকশন টিম কলকাতায় রেইকি করতে এসেছে।
advertisement
2/8
কলকাতায় সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ইডেন গার্ডেন্স, কলকাতা ময়দান ছাড়াও সৌরভ ছোটবেলায় যেখানে খেলা শিখেছিলেন সেই এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন জায়গা আজকে পরিদর্শন করেন পরিচালক সহ গোটা প্রোডাকশন টিম। সৌরভের সঙ্গেও কথা বলেন তাঁরা।
কলকাতায় সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ইডেন গার্ডেন্স, কলকাতা ময়দান ছাড়াও সৌরভ ছোটবেলায় যেখানে খেলা শিখেছিলেন সেই এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন জায়গা আজকে পরিদর্শন করেন পরিচালক সহ গোটা প্রোডাকশন টিম। সৌরভের সঙ্গেও কথা বলেন তাঁরা।
advertisement
3/8
এদিন সৌরভের বেহালার বাড়িতে রেইকি করে টিম। দেখা করেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে। ‌আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে শ্যুটিং। ২০২৬ সালের শেষের দিকে না হলে ২০২৭ বিশ্বকাপের আগে মুক্তি পাবে সিনেমা। সৌরভের বায়োপিক নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়ছে।
এদিন সৌরভের বেহালার বাড়িতে রেইকি করে টিম। দেখা করেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে। ‌আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে শ্যুটিং। ২০২৬ সালের শেষের দিকে না হলে ২০২৭ বিশ্বকাপের আগে মুক্তি পাবে সিনেমা। সৌরভের বায়োপিক নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়ছে।
advertisement
4/8
সৌরভের বায়োপিকের জন্য কলকাতায় থাকতে আসছেন রাজকুমার রাও। অক্টোবর মাসে কলকাতায় আসবেন বলিউডের এই তারকা। সৌরভের সঙ্গেই থাকবেন একমাস। সৌরভকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সারা দিনের সৌরভের অ্যাক্টিভিটি শিখতে কলকাতায় আসবেন।
সৌরভের বায়োপিকের জন্য কলকাতায় থাকতে আসছেন রাজকুমার রাও। অক্টোবর মাসে কলকাতায় আসবেন বলিউডের এই তারকা। সৌরভের সঙ্গেই থাকবেন একমাস। সৌরভকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সারা দিনের সৌরভের অ্যাক্টিভিটি শিখতে কলকাতায় আসবেন।
advertisement
5/8
জানা যাচ্ছে, রাজকুমার রাও আলাদা করে ক্রিকেট প্রশিক্ষণ নেবেন। যেহেতু রাজকুমার ডান হাতি তাই বাঁ হাতে ক্রিকেট প্রশিক্ষণ নেওয়া প্র্যাকটিস করবেন। বাবা হওয়ার কথা রাজকুমারের। পরিবারকে সময় দেওয়ার পরই কলকাতা এসে সৌরভের সঙ্গে থাকবেন পর্দার সৌরভ।
জানা যাচ্ছে, রাজকুমার রাও আলাদা করে ক্রিকেট প্রশিক্ষণ নেবেন। যেহেতু রাজকুমার ডান হাতি তাই বাঁ হাতে ক্রিকেট প্রশিক্ষণ নেওয়া প্র্যাকটিস করবেন। বাবা হওয়ার কথা রাজকুমারের। পরিবারকে সময় দেওয়ার পরই কলকাতা এসে সৌরভের সঙ্গে থাকবেন পর্দার সৌরভ।
advertisement
6/8
সিনেমায় সৌরভ এবং ডোনার প্রেমের পর্ব খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আজ সৌরভ এবং ডোনার বাড়িতে দীর্ঘক্ষণ রেইকি করেন ডিরেক্টর-সহ গোটা দল। কী করে ডোনা গঙ্গোপাধ্যায় হাত দেখাতেন দেন সৌরভকে। কীভাবে দুজনের ছাদে কথা হত, এগুলো বারবার রেইকি করা হয়।
সিনেমায় সৌরভ এবং ডোনার প্রেমের পর্ব খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আজ সৌরভ এবং ডোনার বাড়িতে দীর্ঘক্ষণ রেইকি করেন ডিরেক্টর-সহ গোটা দল। কী করে ডোনা গঙ্গোপাধ্যায় হাত দেখাতেন দেন সৌরভকে। কীভাবে দুজনের ছাদে কথা হত, এগুলো বারবার রেইকি করা হয়।
advertisement
7/8
কিছুদিন আগে শোনা গিয়েছিল, সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে। তবে সেই সম্ভাবনা আর নেই। আসলে সিনেমায় ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনা গঙ্গোপাধ্যায় কে দেখানো হবে। সেই কারণে বাঙালি মুখের খোঁজ চলছে। হবে অডিশন।
কিছুদিন আগে শোনা গিয়েছিল, সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে। তবে সেই সম্ভাবনা আর নেই। আসলে সিনেমায় ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনা গঙ্গোপাধ্যায় কে দেখানো হবে। সেই কারণে বাঙালি মুখের খোঁজ চলছে। হবে অডিশন।
advertisement
8/8
ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বাংলার বাঙালি মুখ খোঁজা হচ্ছে। আর এমন কাউকে নেওয়া হবে যাঁর বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। ফলে ডোনার ভূমিকায় মিমিকে দেখার আর কোনও সম্ভাবনা থাকল না।
ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বাংলার বাঙালি মুখ খোঁজা হচ্ছে। আর এমন কাউকে নেওয়া হবে যাঁর বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। ফলে ডোনার ভূমিকায় মিমিকে দেখার আর কোনও সম্ভাবনা থাকল না।
advertisement
advertisement
advertisement