England in World Cup: হেরেই চলেছে ইংল্যান্ড, কী হল বিশ্বচ্যাম্পিয়নদের ! বার বার হারের পিছনে কারণ কী ?

Last Updated:
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের ৷ কেন এই দুর্দশা বিশ্বচ্যাম্পিয়নদের ? তার কয়েকটি কারণ আলোচনা করা হল ৷
1/6
চলতি বিশ্বকাপে হেরেই চলেছে ইংল্যান্ড ৷ বাটলারদের খেলা দেখে মনেই হচ্ছে না, তাঁরা গতবারের চ্যাম্পিয়ন ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের ৷ কেন এই দুর্দশা বিশ্বচ্যাম্পিয়নদের ? তার কয়েকটি কারণ আলোচনা করা হল ৷ (AP Photo/Aijaz Rahi)
চলতি বিশ্বকাপে হেরেই চলেছে ইংল্যান্ড ৷ বাটলারদের খেলা দেখে মনেই হচ্ছে না, তাঁরা গতবারের চ্যাম্পিয়ন ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের ৷ কেন এই দুর্দশা বিশ্বচ্যাম্পিয়নদের ? তার কয়েকটি কারণ আলোচনা করা হল ৷ (AP Photo/Aijaz Rahi)
advertisement
2/6
 টপ অর্ডারের ব্যর্থতা- ওপেনাররা প্রায় কোনও ম্যাচেই রান পাননি ৷ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান জনি বেয়ারস্টো বাংলাদেশের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি বাদে আর কোনও ম্যাচেই রান পাননি ৷ এর পাশাপাশি জো রুটও রান পাচ্ছেন না ৷ তিনিও বাংলাদেশের বিরুদ্ধে শুধুমাত্র ৮২ রান করেছিলেন ৷ বাকি ম্যাচগুলিতে তিনি ব্যর্থ ৷ (AP Photo/Aijaz Rahi)
টপ অর্ডারের ব্যর্থতা- ওপেনাররা প্রায় কোনও ম্যাচেই রান পাননি ৷ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান জনি বেয়ারস্টো বাংলাদেশের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি বাদে আর কোনও ম্যাচেই রান পাননি ৷ এর পাশাপাশি জো রুটও রান পাচ্ছেন না ৷ তিনিও বাংলাদেশের বিরুদ্ধে শুধুমাত্র ৮২ রান করেছিলেন ৷ বাকি ম্যাচগুলিতে তিনি ব্যর্থ ৷ (AP Photo/Aijaz Rahi)
advertisement
3/6
ভারতের পিচ এবং আবহাওয়ায় মানাতে সমস্যা- ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দেখেই মনে হচ্ছে ভারতীয় পিচে খেলতে তাঁদের সমস্যা হচ্ছে ৷ এখনও পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও পিচ বুঝতে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের ৷ এ ছাড়া উইকেট অনুযায়ী দল গঠনও ঠিকঠাক হচ্ছে না ৷ (AP Photo/Aijaz Rahi)
ভারতের পিচ এবং আবহাওয়ায় মানাতে সমস্যা- ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দেখেই মনে হচ্ছে ভারতীয় পিচে খেলতে তাঁদের সমস্যা হচ্ছে ৷ এখনও পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও পিচ বুঝতে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের ৷ এ ছাড়া উইকেট অনুযায়ী দল গঠনও ঠিকঠাক হচ্ছে না ৷ (AP Photo/Aijaz Rahi)
advertisement
4/6
বেন স্টোকসকে দলে নেওয়া- গত এক বছরে না খেললেও বিশ্বকাপের ঠিক আগেই ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন বেন স্টোকস ৷ এদিকে চোটের কারণে প্রথম তিনটে ম্যাচে খেলতেও পারেননি তিনি ৷ (AP Photo/Aijaz Rahi)
বেন স্টোকসকে দলে নেওয়া- গত এক বছরে না খেললেও বিশ্বকাপের ঠিক আগেই ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন বেন স্টোকস ৷ এদিকে চোটের কারণে প্রথম তিনটে ম্যাচে খেলতেও পারেননি তিনি ৷ (AP Photo/Aijaz Rahi)
advertisement
5/6
গোটা টিমই ছন্দে নেই- বিশ্বকাপে এখনও পর্যন্ত ইংল্যান্ডের খেলা দেখে মনে হয়েছে, গোটা দলই যেন কোনও সমস্যায় ভুগছে ৷ খারাপ শট খেলে আউট হচ্ছেন ব্যাটসম্যানরা ৷ বোলাররাও ছন্দে নেই ৷ জো রুটের মতো ক্রিকেটার রান না পেলেই ভেঙে পড়ছে মিডল অর্ডার। দুই স্পিনার আদিল রশিদ এবং মইন আলি কার্যকর হতে পারছেন না। (AP Photo/Aijaz Rahi)
গোটা টিমই ছন্দে নেই- বিশ্বকাপে এখনও পর্যন্ত ইংল্যান্ডের খেলা দেখে মনে হয়েছে, গোটা দলই যেন কোনও সমস্যায় ভুগছে ৷ খারাপ শট খেলে আউট হচ্ছেন ব্যাটসম্যানরা ৷ বোলাররাও ছন্দে নেই ৷ জো রুটের মতো ক্রিকেটার রান না পেলেই ভেঙে পড়ছে মিডল অর্ডার। দুই স্পিনার আদিল রশিদ এবং মইন আলি কার্যকর হতে পারছেন না। (AP Photo/Aijaz Rahi)
advertisement
6/6
বারবার প্রথম একাদশে পরিবর্তন- দল জিততেও পারছে না ৷ দল গঠনেও তাই সমস্যা হচ্ছে ৷ সেরা প্রথম একাদশ কোনটা, সেটাই যেন বুঝে উঠতে পারছে না টিম ম্যানেজমেন্ট ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর দল পরিবর্তন করে ইংল্যান্ড ৷ এরপর আফগানিস্তানের বিরুদ্ধে হারের পরেও বদল হয় ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে এখন বিধ্বস্ত বাটলাররা ৷ (AP Photo/Aijaz Rahi)
বারবার প্রথম একাদশে পরিবর্তন- দল জিততেও পারছে না ৷ দল গঠনেও তাই সমস্যা হচ্ছে ৷ সেরা প্রথম একাদশ কোনটা, সেটাই যেন বুঝে উঠতে পারছে না টিম ম্যানেজমেন্ট ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর দল পরিবর্তন করে ইংল্যান্ড ৷ এরপর আফগানিস্তানের বিরুদ্ধে হারের পরেও বদল হয় ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে এখন বিধ্বস্ত বাটলাররা ৷ (AP Photo/Aijaz Rahi)
advertisement
advertisement
advertisement