Red Card in Cricket: ক্রিকেটে কেন রেড কার্ড দেখানো হয়, কী রয়েছে নিয়ম, জেনে নিন বিস্তারিত

Last Updated:
What are the red card rules in Cricket Caribbean Premier League When is it shown: নিজের রহস্য স্পিনের জন্য বিশ্বখ্যাত সুনীল নারিন। এবার আরও একটি কারণে রেকর্ড বুকে নাম লেখালেন ক্যারিবিয়ান স্পিনার। ক্রিকেট ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে রেড কার্ড দেখলেন সুনীল নারিন।
1/6
ক্রিকেট ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে রেড কার্ড দেখলেন সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল ত্রিনিবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিট‌্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচে রেড কার্ড দেখেন মিস্ট্রি স্পিনার।
ক্রিকেট ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে রেড কার্ড দেখলেন সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল ত্রিনিবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিট‌্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচে রেড কার্ড দেখেন মিস্ট্রি স্পিনার।
advertisement
2/6
এবারই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম লাল কার্ডের নিয়ম চালু করা হয়। কিন্তু কোন নিয়ম না মানলে রেড কার্ড দেখানো হবে, তার কী নিয়ম রয়েছে তা অনেকের কাছেই অজানা। জেনে নিন রেড কার্ড দেখনোর নিয়ম।
এবারই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম লাল কার্ডের নিয়ম চালু করা হয়। কিন্তু কোন নিয়ম না মানলে রেড কার্ড দেখানো হবে, তার কী নিয়ম রয়েছে তা অনেকের কাছেই অজানা। জেনে নিন রেড কার্ড দেখনোর নিয়ম।
advertisement
3/6
রেড কার্ডের নিয়ম হল ১৮ তম ওভারের শুরুতে যদি বোলিং দল নির্ধারিত সময়ে পিছনে থাকে তাহলে এক জন অতিরিক্ত ফিল্ডারকে বৃত্তের মধ্যে ফিল্ডিং করতে হবে। অর্থাৎ টি-২০ ক্রিকেটে সবসময় ৪ জন ক্রিকেটারকে বৃত্তের মধ্যে থাকতে হয়। এই সময় ৫ জন বৃত্তের মধ্যে থাকবে।
রেড কার্ডের নিয়ম হল ১৮ তম ওভারের শুরুতে যদি বোলিং দল নির্ধারিত সময়ে পিছনে থাকে তাহলে এক জন অতিরিক্ত ফিল্ডারকে বৃত্তের মধ্যে ফিল্ডিং করতে হবে। অর্থাৎ টি-২০ ক্রিকেটে সবসময় ৪ জন ক্রিকেটারকে বৃত্তের মধ্যে থাকতে হয়। এই সময় ৫ জন বৃত্তের মধ্যে থাকবে।
advertisement
4/6
১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে চলে তা হলে দু’জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। অর্থাৎ বৃত্তের মধ্যে ৬। বাইরে ৩ জন ফিল্ডার। ২০ তম ওভারেও যদি সময়ের পিছনে থাকে তখনই কঠিন সিদ্ধান্ত নেয় আম্পায়ার।
১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে চলে তা হলে দু’জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। অর্থাৎ বৃত্তের মধ্যে ৬। বাইরে ৩ জন ফিল্ডার। ২০ তম ওভারেও যদি সময়ের পিছনে থাকে তখনই কঠিন সিদ্ধান্ত নেয় আম্পায়ার।
advertisement
5/6
২০ তম ওভারে বৃত্তের মধ্যে আগের ৬ জন তো থাকবেই, আর বৃত্তের বাইরে থাকা ৩ জনের মধ্যে একজনকে মাঠ ছাড়তে হবে রেড কার্ড দেখে। কে মাঠ ছাড়বেন সেই সিদ্ধান্ত নেবেম ফিল্ডিং দলের অধিনায়ক।
২০ তম ওভারে বৃত্তের মধ্যে আগের ৬ জন তো থাকবেই, আর বৃত্তের বাইরে থাকা ৩ জনের মধ্যে একজনকে মাঠ ছাড়তে হবে রেড কার্ড দেখে। কে মাঠ ছাড়বেন সেই সিদ্ধান্ত নেবেম ফিল্ডিং দলের অধিনায়ক।
advertisement
6/6
রেড কার্ড দেখে এক ক্রিকেটার মাঠ ছাড়ার পর শেষ ওভারে বৃত্তের ভিতরে ৬ জন সঙ্গে বোলার ও উইকেটকিপার। আর ৩০ গজ বৃত্তের বাইরে থাকবে ২ জন। শেষ ওভার ১০ জন নিয়ে খেলতে হবে ফিল্ডিং দলকে।
রেড কার্ড দেখে এক ক্রিকেটার মাঠ ছাড়ার পর শেষ ওভারে বৃত্তের ভিতরে ৬ জন সঙ্গে বোলার ও উইকেটকিপার। আর ৩০ গজ বৃত্তের বাইরে থাকবে ২ জন। শেষ ওভার ১০ জন নিয়ে খেলতে হবে ফিল্ডিং দলকে।
advertisement
advertisement
advertisement