Tabraiz Shamsi: 'আমরা এখন সার্কাসের জন্তু', বিস্ফোরক টি-২০-র এক নম্বর বোলার

Last Updated:
তাবরেজ শামসি (Tabraiz Shamsi) বলছেন, আমরা এখন সার্কাসের জন্তু।
1/5
দিনের পর দিন লকডাউন চলছে। করোনার এই উত্পাত কবে শেষ হবে কেউ জানে না। বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকেরই ভবিষ্যত্ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররাও বায়ো-বাবলে থাকতে থাকতে বিরক্ত। আর সই বিরক্তি এবার প্রকাশ করে ফেললেন টি-২০ ক্রিকেটের এক নম্বর বোলার।
দিনের পর দিন লকডাউন চলছে। করোনার এই উত্পাত কবে শেষ হবে কেউ জানে না। বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকেরই ভবিষ্যত্ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররাও বায়ো-বাবলে থাকতে থাকতে বিরক্ত। আর সই বিরক্তি এবার প্রকাশ করে ফেললেন টি-২০ ক্রিকেটের এক নম্বর বোলার।
advertisement
2/5
তাবরেজ শামসি আপাতত দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে রয়েছেন। দিনের পর দিন বাড়ির লোকজনের থেকে দূরে বায়ো-বাবলে একা রয়েছেন তিনি। শামসি এদিন জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
তাবরেজ শামসি আপাতত দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে রয়েছেন। দিনের পর দিন বাড়ির লোকজনের থেকে দূরে বায়ো-বাবলে একা রয়েছেন তিনি। শামসি এদিন জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
advertisement
3/5
শাসমি এদিন বলেছেন, মনে হচ্ছে আমরা যেন সার্কাসের জন্তু। আমাদের প্র্যাকটিস আর ম্যাচের সময় বাইরে বের করা হয়। করোনা, বায়ো বাবল-এর জন্য প্রতিটা ক্রিকেটারের মানসিক অবস্থা খারাপ।
শাসমি এদিন বলেছেন, মনে হচ্ছে আমরা যেন সার্কাসের জন্তু। আমাদের প্র্যাকটিস আর ম্যাচের সময় বাইরে বের করা হয়। করোনা, বায়ো বাবল-এর জন্য প্রতিটা ক্রিকেটারের মানসিক অবস্থা খারাপ।
advertisement
4/5
শামসির মতো একই কথা বলেছিলেন বিরাট কোহলিও। তিনিও জানিয়েছিলেন, দিনের পর দিন বায়ো-বাবলে থাকা কতটা কঠিন কাজ। করোনার জন্য ক্রিকেট বন্ধ ছিল দীর্ধদিন। ক্রিকেট মাঠে ফেরার পর থেকেই ক্রিকেটারদের বায়ো-বাবলে থাকতে হচ্ছে।
শামসির মতো একই কথা বলেছিলেন বিরাট কোহলিও। তিনিও জানিয়েছিলেন, দিনের পর দিন বায়ো-বাবলে থাকা কতটা কঠিন কাজ। করোনার জন্য ক্রিকেট বন্ধ ছিল দীর্ধদিন। ক্রিকেট মাঠে ফেরার পর থেকেই ক্রিকেটারদের বায়ো-বাবলে থাকতে হচ্ছে।
advertisement
5/5
বায়ো বাবলে থাকা সত্ত্বেও বেশ কিছু ক্রিকেটার করোনা সংক্রমিত হচ্ছেন। শামসি অবশ্য বলছেন, পরিবারের লোকজনের থেকে দূরে বায়ো বাবলে থাকছি। আমরা কী পরিস্থিতিতে আছি এটা কেউ বুঝতে পারছে না হয়তো। আমাদের মানসিক অবস্থা খারাপ হচ্ছে। এই নিয়ে কাউকে কিছু বলাও যাচ্ছে না।
বায়ো বাবলে থাকা সত্ত্বেও বেশ কিছু ক্রিকেটার করোনা সংক্রমিত হচ্ছেন। শামসি অবশ্য বলছেন, পরিবারের লোকজনের থেকে দূরে বায়ো বাবলে থাকছি। আমরা কী পরিস্থিতিতে আছি এটা কেউ বুঝতে পারছে না হয়তো। আমাদের মানসিক অবস্থা খারাপ হচ্ছে। এই নিয়ে কাউকে কিছু বলাও যাচ্ছে না।
advertisement
advertisement
advertisement